লালমনিরহাট বার্তা
বর্ণমালা থিয়েটারের নবাব সিরাজ-উদ-দৌলা নাটক মঞ্চায়িত
স্টাফ রির্পোটার | ৪ ফেব, ২০২৩, ৫:০০ PM
বর্ণমালা থিয়েটারের নবাব সিরাজ-উদ-দৌলা নাটক মঞ্চায়িত

নবাব সিরাজউদ্দেলার শাসন ও জীবন কাহিনী নিয়ে ১৭৫৬ সালের ১৯ জুন থেকে ১৭৫৭ সালের ১৯ জুন পর্যন্ত সময় সীমার ইংরেজ ও বাঙ্গালিদের মধ্যে ঘটে যাওয়া ঘটনা নিয়ে নির্মিত নাটক বহু মানুষের হৃদয় কেড়েছে।

অভিনয়ে বর্ণমালা থিয়েটারের সদস্যবৃন্দ 
অভিনয়ে বর্ণমালা থিয়েটারের সদস্যবৃন্দ 

লালমনিরহাট বর্ণমালা থিয়েটারের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে “নাটক জীবন নয় কিন্তু জীবনটা নাটকের মত" এই শ্লোগানকে সামনে রেখে নবাব সিরাজউদ্দৌলা নাটক মঞ্চ হয়েছে। মতিয়ার রহমোনের নিদেশনায় ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় বর্ণমালা থিয়েটারের সদস্যদের অভিনয়ে নাটকটি মঞ্চায়িত হয়। নাটক শেষে বিভিন্ন অতিথিগণ নাটক সম্পর্কে তাদের অনুভূতি প্রকাশ করেন।

অভিনয়ে বিজয় ও মুক্তি
অভিনয়ে বিজয় ও মুক্তি

নাটক মঞ্চায়নে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.মতিয়ার রহমান,বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতআরা ফেরদৌস, কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি প্রমূখ। সভাপতিত্ব করেন বর্ণমালা থিয়েটারের সভাপতি অধ্যক্ষ এন্তাজুর রহমান। 

নাটক শেষে বর্ণমালা থিয়েটারের পথ চলায় বিশেষ অবদান রাখায় থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য তাজুল চৌধুরী, সভাপতি অধ্যক্ষ এন্তাজুর রহমান, সাধারন সম্পাদক মতিয়ার রহমানকে সম্মাননা প্রদান করেন।

অতিথিবৃন্দ বর্ণমালা থিয়েটারের সভাপতি ও সম্পাদককে সম্মাননা স্বারক তুলে দিচ্ছেন।
অতিথিবৃন্দ বর্ণমালা থিয়েটারের সভাপতি ও সম্পাদককে সম্মাননা স্বারক তুলে দিচ্ছেন।
এই বিভাগের আরও খবর