লালমনিরহাট বার্তা
ভারত থেকে যথেষ্ট পরিমান পেয়াজ না আসায় দাম কমেনি -টিপু মুন্সি
রংপুর অফিস | ১৭ জুন, ২০২৩, ৩:২৪ AM
ভারত থেকে যথেষ্ট পরিমান পেয়াজ না আসায় দাম কমেনি -টিপু মুন্সি

রংপুরে বানিজ্যমন্ত্রী টিপু মুন্সি পেয়াজের দাম এখনো কমেনি বলে স্বীকার করে বলেছেন, ভারত থেকে যথেষ্ট পরিমান পেয়াজ এখনও আসা শুরু হয়নি। এখন দেশী পেয়াজ ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে বাজারে বিক্রি হচ্ছে। এটা ডিসট্রিবিউশন সমস্যা আশা করি দাম কমে আসবে। তিনি শুক্রবার বিকেলে রংপুর নগরী চিকলী পার্ক এলাকায় তার বাস ভবনে আসার সময় সাংবাদিকদের সাথে আলাপ কালে এসব কথা বলেন।

বানিজ্যমন্ত্রী বলেন যে সব জায়গায় ভারতীয় পেয়াজ এসেছে সেখানে দাম ৪০ টাকা কেজি তবে দেশী পেয়াজের দাম এখনও কমেনি।নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্রের দাম যাতে না বাড়ে সে জন্য দেশের প্রচলিত যে আইন আছে সেই আইন অনুযায়ী অভিযান পরিচালনা করে জরিমানা করা হচ্ছে। তবে তিনি আশংকা প্রকাশ করে বলেন আমাদের সব দিকে সজাগ থাকতে হবে কোন কারনে ব্যবসায়ীরা হঠাৎ করে পন্য আমদানী বন্ধ করে দেয় তাহলে আমাদের সাধারন মানুষের কষ্ট হবে। সে কারনে আমাদের খুব ব্যালেন্স করে এগুতে হয়। তার পরেও আমরা চেষ্টা করছি অসাদু ব্যবসায়ীরা সুযোগটা যাতে বেশি নিতে পারে।এর আগে মন্ত্রী তার বাস ভবনে আসলে দলের নেতা কর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্র লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।  

এই বিভাগের আরও খবর