লালমনিরহাট বার্তা
রংপুর বিভাগে করোনা ভাইরাসে নতুন সংক্রমন ৪ জন ১জনের মৃত্যু
রংপুর অফিসঃ | ৬ জানু, ২০২২, ১২:৩৮ PM
রংপুর বিভাগে করোনা ভাইরাসে নতুন সংক্রমন ৪ জন ১জনের মৃত্যু
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগের ৮ জেলার মধ্যে আজ ৬ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৩৮ জনের নমুনা পরীক্ষা করে ২ জেলায় নতুন করে ৪ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত পাওয়া গেছে। এর মধ্যে রংপুরে ৩ জন এবং নিলফামারী জেলায় ১ জন নভেল করোনা ভাইরাসে সংক্রমন হয়েছে। এ সময়ে দিনাজপুর জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩৪ জন। এ নিয়ে বিভাগে ৩ লাখ ৮ হাজার ১২৯ জনের নমুনা পরীক্ষা করে মোট ৫৫ হাাজার ৭৮৩ জন আক্রান্ত হয়েছে। এছাড়া ১ হাজার ২শ’ ৫২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৫৪ হাজার ১০৮ জন রোগী সুস্থ হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ আহাদ আলী এক প্রেস বার্তায় জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ১৪ হাজার ৯শ’ ১১ জন আক্রান্ত ও ৩৩২ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ১২ হাজার ৫শ’ ৭১ জন আক্রান্ত ও ২৯৩ জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও জেলায় ৭ হাজার ৭শ’ ৭ জন আক্রান্ত ও ২৫৬ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ৪ হাজার ৮শ’ ৮০ জন আক্রান্ত ও ৬৩ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ৪ হাজার ৪শ’ ৬৫ জন অক্রান্ত ও ৮৯ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ৪ হাজার ৬শ’ ৫০ জন আক্রান্ত ও ৬৯ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ২ হাজার ৭শ’ ৬৪ জন আক্রান্ত ও ৬৯ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৩ হাজার ৮শ’ ৩৫ জন আক্রান্ত এবং ৮১ জনের মৃত্যু হয়েছে।
এই বিভাগের আরও খবর