লালমনিরহাট বার্তা
ঘুষ নেওয়ার মামলায় দুদক মহাপরিচালকের পিএসহ ৪ জন রিমান্ডে
বার্তা অনলাইন ডেস্ক | ২৪ জুন, ২০২৩, ১:৫৩ PM
ঘুষ নেওয়ার মামলায় দুদক মহাপরিচালকের পিএসহ ৪ জন রিমান্ডে

ঘুষ নেওয়ার সময় গ্রেফতার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালকের (মানিলন্ডারিং) পিএ গৌতম ভট্টাচার্যসহ চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে পু্লিশ। এসময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই রুহুল আমীন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন– চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল মো. এসকেন আলী খান, হাবিবুর রহমান ও পরিতোষ মন্ডল।

উল্লেখ্য, গত শুক্রবার মতিঝিলের একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে মিষ্টির চারটি প্যাকেট, নগদ দেড় লাখ টাকা, চারটি মোবাইল ফোন, দুদকের মনোগ্রাম দেওয়া খাকি রঙের একটি খাম ও দুদকের একটি নোটিশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা করা হয়।

সূত্র: ইত্তেফাক

এই বিভাগের আরও খবর