লালমনিরহাট বার্তা
ব্রাজিলের লেখক নেলিদা পিনন মারা গেছেন
বার্তা অনলাইন ডেস্কঃ | ১৮ ডিসে, ২০২২, ১২:৩৪ PM
ব্রাজিলের লেখক নেলিদা পিনন মারা গেছেন

ব্রাজিলের লেখক নেলিদা পিনন আর নেই। শনিবার ৮৫ বছর বয়সে তিনি মারা যান। তার প্রকাশনা সংস্থা এ খবর জানিয়ে এক বিবৃতিতে বলেছে, লিসবনের এক হাসপাতালে নেলিদা পিনন আজ মারা গেছেন। তার মৃত্যুর কারন সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায় নি।

নেলিদা’র মরদেহ ব্রাজিলে নিয়ে যাওয়া হবে। তাকে রিও ডি জানেরিও’র ব্রাজিলিয়ান একাডেমি অব লেটার্স(এবিএল)এর সমাধিতে সমাহিত করা হবে। এবিএল প্রেসিডেন্ট মারভাল পেরেইরা বলেছেন, তার মৃত্যু ব্রাজিলিয়ান সাহিত্যের জন্যে বড়ো ধরনের ক্ষতি। তিনি সম্ভবত জীবন্ত ব্রাজিল লেখকদের মধ্যে সেরা ছিলেন।নেলিদা পিনন ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি সাহিত্যের অবদানের জন্যে ২০০৫ সালে প্রিন্স অব আস্তুরিয়াস পুরস্কার পান। এ পুরষ্কার নোবেলের সমতূল্য। তার ২০টি বই প্রকাশিত হয়েছে। তার লেখা বিশে^র ৩০টি ভাষায় অনূদিত হয়েছে।

নেলিদা পিনন ব্রাজিলিয়ান একাডেমি অব লেটার্সে ১৯৮৯ সালে যোগ দেন। এর সাত বছর পর তিনি একাডেমির সভাপতি হন। শতাব্দীকাল আগে প্রতিষ্ঠিত হওয়ার পর একাডেমির তিনিই ছিলেন প্রথম নারী সভাপতি।(সূত্রঃ বাসস)

এই বিভাগের আরও খবর