লালমনিরহাট বার্তা
শৃঙ্খলা ও আর্থসামাজিক উন্নয়নে আনসার-ভিডিপি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে
রংপুর অফিস | ১২ অক্টো, ২০২৩, ১২:৩৯ PM
শৃঙ্খলা ও আর্থসামাজিক উন্নয়নে আনসার-ভিডিপি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন, দেশের আর্থসামাজিক উন্নয়ন ও নিরাপত্তা প্রদানে আনসার-ভিডিপি সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) গাইবান্ধা আনসার-ভিডিপি কার্যালয়ের ট্রেনিং শেডে গাইবান্ধা আনসার-ভিডিপি’র জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় আনসার-ভিডিপি সদস্যদের আত্মত্যাগের মাধ্যমে জনগণের কল্যাণে দেশ সেবায় নিয়োজিত থেকে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে দূর করতে হবে বেকারত্ব।গড়তে হবে স্বপ্নের স্মার্ট বাংলাদেশ। গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়ালের সভাপতিত্বে সমাবেশে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর বিভাগীয় রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস বলেন, অপরাধমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রধান কারিগর হিসেবে আনসার-ভিডিপি সদস্যদের ভ‚মিকা রাখতে হবে। উপহার দিতে হবে শান্তিপূর্ণ শারদীয় দুর্গোৎসব ও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল মোত্তালিব, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মদক। বক্তব্য রাখেন, সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ রেজাউল ইসলাম, সার্কেল অ্যাডজুট্যান্ট রুস্তম আলী প্রমুখ। সমাবেশে আনসার-ভিডিপি’র সদস্য-সদস্যাদের উপস্থিতিতে বার্ষিক উন্নয়নমূলক কাজের উপর স্বাগত বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট আরিফুর রহমান। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ভালো কাজের স্বীকৃতি স্বরুপ উপস্থিত আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে হইতে ১৬টি বাইসাইকেল, ১০টি ছাতা এবং সবাইকে একটি করে মগ প্রদান করা হয়। এর আগে অনুষ্ঠানের অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর