লালমনিরহাট বার্তা
হৃদরোগের জটিলতা নিয়ে সচেতনতা ও প্রতিকার বিষয়ক সেমিনার
স্টাফ রিপোর্টারঃ | ৮ জানু, ২০২২, ৪:০৭ AM
হৃদরোগের জটিলতা নিয়ে সচেতনতা ও প্রতিকার বিষয়ক সেমিনার
রোটারী ক্লাব অব লালমনিরহাট সেন্ট্রাল ও রেনেটা লিমিটেড এর যৌথ আয়োজনে ৭ জানুয়ারি সকালে বগুড়া ক্লিনিক এন্ড নার্সিং হোম সভা কক্ষে হৃদরোগের জটিলতা নিয়ে সচেতনতা ও প্রতিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব লালমনিরহাট সেন্ট্রাল প্রেসিডেন্ট ডাঃ আমিনুর রহমান। আমন্ত্রিত অতিথি ছিলেন লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু।
বক্তব্য রাখেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এ্যডা. আঞ্জুম আরা শাপলা, এ্যাড. ইকবাল হোসেন মামুন। মূল বিষয়ের উপর আলোচনা করেন ডাঃ আমিনুর রহমান, রেনেটা লিমিটেডের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক নাসির উদ্দিন, জেলা বিক্রয় ব্যবস্থাপক সাওকত ও জেলা ম্যানেজার মমিনুল ইসলাম।
এ সময় রোটারিয়ান আহাম্মেদ আলী ভুট্টু, রোটারিয়ান সারাফাত হোসেন, রোটারিয়ান মোর্শেদা বেগম। প্রশ্নোত্তর পর্বে অংর্শগ্রহণ করেন পল্লী চিকিৎসক রফিকুল ইসলাম, পল্লী চিকিৎসক এবি সিদ্দিকী, পল্লী চিকিৎসক দিনেশ চন্দ্র রায়, পল্লী চিকিৎসক দিলীপ চন্দ্র রায় প্রমূখ। এতে ৪০ জন পল্লী চিকিৎসক অংশগ্রহণ করেন।
এই বিভাগের আরও খবর