লালমনিরহাট বার্তা
এবারে ভয়াবহ বন্যার আশঙ্কা || জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কমিটি সভা
স্টাফ রিপোর্টারঃ | ১২ জুন, ২০২২, ৩:১৫ PM
এবারে ভয়াবহ বন্যার আশঙ্কা || জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কমিটি সভা
আয়ন বায়ুর প্রভাবে এ বছর সারাদেশে ২৫% বেশী বৃষ্টি হওয়ায় সম্ভাবনা রয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। গত বছরের তুলনায় এবছরের এপ্রিল, মে, জুন মাসে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশী। তাই এবারে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যার পাশাপাশি তিস্তা ও ধরলা নদীর ভাঙ্গন তীব্র থেকে তীব্রতর হবে।
সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় ১২ জুন জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কমিটির সভায় আগাম প্রস্তুতি ও কর্মপরিকল্পনা গ্রহণসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু জাফর। বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) টি এম মুমিন, কমিটি সদস্য গেরিলা লিডার ড. শফিকুল ইসলাম কানু, সদস্য ফেরদৌসী বেগম বিউটিসহ সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন কার্যক্রম বিষয়ে পর্যালোচনা করা হয়। জেলা প্রশাসক জানান, দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে।
এই বিভাগের আরও খবর