লালমনিরহাট বার্তা
নিজের সঙ্গেই নিজের লড়াই!
বার্তা অনলাইন ডেস্ক | ২১ জুন, ২০২৩, ১০:৪৬ AM
নিজের সঙ্গেই নিজের লড়াই!

এবারের ঈদে ৩টি ছবির নায়িকা শবনম বুবলী। এ যেন নিজের সাথেই নিজের লড়াই। এর মাঝে গত এক বছর ধরে ব্যক্তিজীবনে সংকটের ভেতরে ছিলেন। তবুও নানা কারণে আলোচিত এই চিত্রনায়িকা নিজেকে ব্যস্ত রেখেছেন সিনেমা পর্দায়। বরং শাকিব খানের সাথে জুটি বাঁধা অবস্থায় যে ক’টি ছবি করেছেন তার চেয়েও বেশি নিয়মিত হয়েছেন তিনি।

ঈদে চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’, সৈকত নাসিরের ‘ক্যাসিনো’, প্রযোজক ইকবালের ‘রিভেঞ্জ’ ছবির নায়িকা তিনি। ব্যক্তিজীবনের নানা ক্রাইসিস শাকিব খানের সাথে সংসারের বিচ্ছেদসহ নানা টানাপোড়েনেও নিজের কাজের ক্ষেত্রে সবসময় থেকেছেন সরব এবং পেশাদার।

এ প্রসঙ্গে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘বুবলী মূলত ডিরেক্টরস আর্টিস্ট। ওকে আমি কখনও সেটে ফোন ব্যবহার করতে দেখিনি। একেবারে নিবিষ্ট হয়ে কাজ করেছেন। আমার ছবিহ শুটিং যখন সে করে, তখন তার ব্যক্তিগত নানা ক্রাইসিস চরমে। অথচ অনস্ক্রিন কিছুই বুঝতে দেননি বুবলী। এসব ব্যবহার আমাকে মুগ্ধ করেছে।’

একইভাবে বুবলীর আরেকটি মুভি ‘ক্যাসিনো’ প্রসঙ্গে ছবিটির নির্মাতা সৈকত নাসির বলেন, ‘বুবলীকে কেউ ছবিতে কাস্ট করে ভুগেছে এমন কোন নজির নেই! বরং আমি বলবো কিছু চ্যানেলের উপস্থাপক বুবলীকে ছবির প্রমোশনে নিয়ে গিয়ে তাকে ব্যক্তিগত আঘাত করেছে বাররার। আমি মনে করি এসব অপেশাদার আচরণ।’

বুবলী বলেন, ‘আমার সম্পর্কে অনেকেই বলেন, আমি নাকি সব ছবির প্রমোশন করি না । কিন্তু কোনো ছবির নির্মাতা আমার সময় চেয়েছে, আমি সেটার প্রমোশনে সময় দিইনি এমন কোনো নজির নেই । কারণ প্রতিটি ছবিই তো আমার। দর্শকরা আমাকেই দেখবেন । আমার অভিনয়কেই যাচাই করবেন। তাই কোনো কাজের প্রতিই আমার অশ্রদ্ধা নেই ।’

রিভেঞ্জ ছবির প্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন, ‘বুবলী পেশাদার একজন অভিনেত্রী। এ কারণেই একাধিক নির্মাতা তাকে নিয়ে কাজ করতে চায় । এই নির্ভরযোগ্যতা সবার থাকে না।’

উল্লেখ্য, দীর্ঘদিন পর অভিনয়ে ফেরা মাহফুজ আহমেদের সাথে জুটি বেঁধে এবারের ঈদে আসছেন বুবলী। ছবিটিতে আসিফ ইকবালের লেখা ইমরানের সুরে ইমরান-কোনালের কণ্ঠে ‘মেঘের নৌকা’ গানটি এরই ভেতরে দর্শকপ্রিয়তা পেয়েছে।

সূত্র: ইত্তেফাক

এই বিভাগের আরও খবর