লালমনিরহাট বার্তা
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চলতি অর্থবছরে রংপুর বিভাগে ১২০টি উঠান বৈঠক অনুষ্ঠিত
তথ্যবিবরণী | ৭ মে, ২০২৪, ১২:২৯ PM
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চলতি অর্থবছরে রংপুর বিভাগে ১২০টি উঠান বৈঠক অনুষ্ঠিত

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চলতি অর্থবছরে রংপুর বিভাগের আট জেলায় ১২০টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রংপুর বিভাগের জেলা তথ্য অফিসসমূহ এসব উঠান বৈঠক আয়োজন করে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষ এসব বৈঠকে অংশগ্রহণ করেন।

উঠান বৈঠকে আন্তঃব্যক্তিক যোগাযোগের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয়, সরকারি আইনি সেবা, তথ্য অধিকার আইন, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীশিক্ষার গুরুত্ব, নারীর ক্ষমতায়ন, গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বার্তা, প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, মাদকের অপব্যবহার প্রতিরোধ, গুজব প্রতিরোধ, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড-সহ সমসাময়িক বিভিন্ন বিষয় সম্পর্কে জনগণকে অবহিত ও সচেতন করা হয়।

২০২৩-২০২৪ অর্থবছরে এ পর্যন্ত দিনাজপুর জেলা তথ্য অফিস ১৬টি, ঠাকুরগাঁও জেলা তথ্য অফিস ১৫টি, পঞ্চগড় জেলা তথ্য অফিস ১৫টি, রংপুর জেলা তথ্য অফিস ১৪টি, গাইবান্ধা জেলা তথ্য অফিস ১৫টি, কুড়িগ্রাম জেলা তথ্য অফিস ১৫টি, নীলফামারী জেলা তথ্য অফিস ১৫টি ও লালমনিরহাট জেলা তথ্য অফিস ১৫টি উঠান বৈঠক আয়োজন করে। এসব উঠান বৈঠকে অতিথি বক্তা হিসাবে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও সফল উদ্যোক্তাদের আমন্ত্রণ জানানো হয়। এ ছাড়াও গণযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিশেষজ্ঞ ব্যক্তিগণ ভিডিও কলে সংযুক্ত হয়ে উঠান বৈঠকে বক্তব্য প্রদান করেন। জনসচেতনতা বৃদ্ধিতে জেলা তথ্য অফিসের এসব উঠান বৈঠক কার্যকর ভূমিকা পালন করছে।

এই বিভাগের আরও খবর