লালমনিরহাট বার্তা
পরিচালক ও প্রযোজক শফি বিক্রমপুরী মারা গেছেন
ইত্তেফাক | ১৮ অক্টো, ২০২৩, ৮:৪১ AM
পরিচালক ও প্রযোজক শফি বিক্রমপুরী মারা গেছেন

খ্যাতিমান পরিচালক ও প্রযোজক শফি বিক্রমপুরী মারা গেছেন। আজ বুধবার ভোর ৪টার দিকে ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সমিতির উপমহাসচিব অপূর্ব রানা।

জানা যায়, শফি বিক্রমপুরী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। ব্যাংককে যাওয়ার আগে গত জুনে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেসময় শ্বাসকষ্টজনিত সমস্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

শফি বিক্রমপুরী সিনেমা পরিচালনা, প্রযোজনা, পরিবেশনার সঙ্গে যুক্ত ছিলেন। তার পরিবেশনায় উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘অরুণোদয়ের অগ্নিস্বাক্ষী’। এ ছাড়া তিনি পরিচালনায় করেছেন বেশ কিছু চলচ্চিত্র।

তার প্রযোজিত ও পরিচালিত অন্যান্য সিনেমাগুলোর মধ্যে আছে ‘ডাকু মনসুর’, ‘বাহাদুর’, ‘সবুজসাথী’, ‘সকাল সন্ধ্যা’, ‘মাটির কোলে’, ‘জজসাহেব’, ‘দেনমোহর’, ‘রাজদুলারী’ ও ‘অবুঝ মনের ভালোবাসা’।

এই বিভাগের আরও খবর