লালমনিরহাট বার্তা
৮ মে রংপুরে শুরু হচ্ছে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ
তথ্যবিবরণী | ৭ মে, ২০২৪, ১২:১০ PM
৮ মে রংপুরে শুরু হচ্ছে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

বুধবার (৮ মে ) রংপুর জিলা স্কুলে শুরু হচ্ছে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। ৮ ও ৯ই মে সকাল ১১ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্‌যাপিত হবে।

৮ মে সকাল ১১ টায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’।

একই দিন দুপুর ১২ টায় গণিত, আইসিটি, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, বাংলা, ইংরেজি, বাংলাদেশ পরিচিতি প্রভৃতি বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে বিজ্ঞান অলিম্পিয়াড।

এ ছাড়া ৮ ও ৯ মে সকাল ১১ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলা পর্যায়ের বিজয়ী শিক্ষার্থীদের প্রকল্পসমূহ এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে প্রদর্শিত হবে।

এই বিভাগের আরও খবর