লালমনিরহাট বার্তা
পঞ্চগড়ে বাগানভিত্তিক কফির চাষ
তথ্যবিবরণী | ৭ মে, ২০২৪, ১২:২৭ PM
পঞ্চগড়ে বাগানভিত্তিক কফির চাষ

বাণিজ্যিক ও অর্থকরী ফসল হিসাবে কফির চাষ দিনদিন জনপ্রিয় হচ্ছে। পঞ্চগড়ে প্রথমবারের মতো বাগানভিত্তিক কফির চাষ শুরু হয়েছে।

খরচ তুলনামূলক কম হওয়ায় এবং রোগবালাইয়ের ঝুঁকি না থাকায় কফি চাষে এ জেলার কৃষকেরা আগ্রহী হয়ে উঠছেন। ২০২০-২০২১ অর্থবছরে কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলায় মোট ৪১ জন কৃষক প্রথম বারের মতো বাগানভিত্তিক কফির চাষ শুরু করেন।

কফির চাষ সম্প্রসারণে পঞ্চগড় কৃষি বিভাগ বিভিন্ন ধরনের প্রণোদনা ও পরামর্শ প্রদান করছে। ৩০ শতক জমিতে কফি চাষের জন্য কৃষি বিভাগ প্রত্যেক কৃষককে ১৩৫টি কফির চারা প্রদান করে। কৃষি বিভাগ জানায়, চাষাবাদ বৃদ্ধি পেলে কৃষকদের সুবিধার্থে বিপণন ও বাজারজাতকরণেও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর