লালমনিরহাট বার্তা
ব্রাজিলের হবু কোচ আনচেলত্তিকে নিয়ে যা বললেন নেইমার
ইত্তেফাক | ২৩ জুন, ২০২৩, ২:০৩ PM
ব্রাজিলের হবু কোচ আনচেলত্তিকে নিয়ে যা বললেন নেইমার

কাতার বিশ্বকাপের পর থেকে স্থায়ী কোচের খোঁজে রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কার্লো আনচেলত্তিকে পেতে বেশ মরিয়া তারা। আনচেলত্তি ২০২৪ সালে নেইমারদের দায়িত্ব নেবেন বলে জানিয়েছে ব্রাজিলের গণমাধ্যম। আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়া প্রসঙ্গে কথা বলেছেন দলের বড় তারকা নেইমার।

রিয়াল মাদ্রিদের সঙ্গে আনচেলত্তির চলমান শক্তি শেষ হবে ২০২৪ সালে। ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) তার জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। আনচেলত্তিকে কোচ হিসেবে পেতে বেশ আগ্রহী পিএসজি ফরোয়ার্ড নেইমারও।

আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়া প্রসঙ্গে নেইমার বলেন, ‘ব্রাজিলের এখন বিদেশি কোচ নিয়োগের ভালো সুযোগ এসেছে এবং এক্ষেত্রে আনচেলত্তি এমন একজন যিনি সবকিছু জিতেছেন। তাই নিশ্চিতভাবেই তিনি আমাদের অনেককিছু শেখাতে পারবেন।’

তিনি আরও বলেন, 'আমি জানি যে জাতীয় দল এই ব্যাপারটাকে অগ্রাধিকার দিচ্ছে। আমাদের সভাপতি তাকে চুক্তিবদ্ধ করতে চান। আর খেলোয়াড়রাও চায় যে এটা হোক। আমি, ভিনি (ভিনিসিয়ুস জুনিয়র), মিলিতাও সবাই চাই।'

এই বিভাগের আরও খবর