লালমনিরহাট বার্তা
ব্রহ্মপুত্র রিভার সিস্টেমে ১৮টি নদীর মধ্যে ১২টিতে ভারতের বাঁধ!
বিশেষ প্রতিনিধি | ৬ মে, ২০২৪, ৭:২৩ AM
ব্রহ্মপুত্র রিভার সিস্টেমে ১৮টি নদীর মধ্যে ১২টিতে ভারতের বাঁধ!

ব্রহ্মপুত্র রিভার সিস্টেমে ১৮টি নদীর মধ্যে ১২টিতে বাধ দিয়েছে ভারত।  ভারত যে নদীগুলোতে বাঁধ দিয়েছে তা হচ্ছে, মহানন্দা, করতোয়া, তালমা, ধরলা, তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্র, জিনজিরাম, পুনর্ভবা, ঘোড়ামারা, বুড়িতিস্তা, দেওনাই যমুনেশ্বরী ।

ফলে উত্তরাঞ্চলের ৮৫ টি নদী পানি শূন্য হয়েছে। যমুনা নদীর প্রসস্থতা ছিল ৫ কিলোমিটার এখন হয়েছে ৭ কিলোমিটার। আগে তিস্তায় পানি প্রবাহ ছিল ৬ হাজার ৭শত ১০ কিউসেক। বর্তমানে পানিপ্রবাহ ৩শত কিউসেক মাত্র। প্রতিবছর পানির স্তর নেমে আসছে ২ থেকে ৩ মিটার।

নদী ভাঙ্গনের ফলে রংপুর বিভাগ থেকে ১১ পার্সেন্ট ও রাজশাহী বিভাগ থেকে ৩ পার্সেন্ট মানুষ উদ্বাস্তে পরিণত হচ্ছে । ৮হাজার বর্গ কিলোমিটার এলাকা খরা কবলিত হয়েছে। (সূত্র: ওয়েবসাইট)

এই বিভাগের আরও খবর