লালমনিরহাট বার্তা
আদিতমারীতে প্রধানমন্ত্রীর ঘর পেলেন ২২টি পরিবার
রেজাউল করিম রাজ্জাক,আদিতমারী | ৯ আগ, ২০২৩, ১০:৫৫ AM
আদিতমারীতে প্রধানমন্ত্রীর ঘর পেলেন ২২টি পরিবার

দেশে কোন মানুষ গৃহহীন থাকবেনা মর্মে প্রধানমন্ত্রীর ঘোষনা বাস্তবায়নে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আবাসন সুবিধার আওতায় আনার জন্য সরকারের কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৪র্থ ধাপে সাড়ে ২২হাজার ১০১টি ভূমি ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে ২ শতক জমিসহ পাকা বাড়ী সারাদেশে ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে গৃহ হস্তান্তর করা হয়।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই লালমনিরহাট আদিতমারী উপজেলায় বুধবার (৯ আগষ্ট) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২২টি পরিবারের মাঝে ঘরের জমিসহ দলিল হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জিআর সারোয়ার। এ সময় সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা রশিদা খাতুন ও যুব উন্নয়ন কর্মকর্তা সাধন কুমার।

এই বিভাগের আরও খবর