লালমনিরহাট বার্তা
রংপুর নগরীতে ডেঙ্গু প্রতিরোধে অভিনব ব্যতিক্রমী প্রচারণা
রংপুর অফিস | ৯ আগ, ২০২৩, ১১:০৭ AM
রংপুর নগরীতে ডেঙ্গু প্রতিরোধে অভিনব ব্যতিক্রমী প্রচারণা

ডেঙ্গু মশা রোধে সচেতনতা মূলক অভিনব ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছেন রংপুর নগরীর কয়েকজন শিক্ষার্থী।রংপুর বিভাগে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ছে প্রতিনিয়ত।জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা।বুধবার বেলা ১০টার দিকে টাউন হল-সংলগ্ন প্রধান সড়কের পাশে মশারি টাঙিয়ে এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে ডেঙ্গু মশা রোধে জন সচেতনতা মূলক প্রচারণা চালায়।

নগরীর সড়কের পাশে একটি মশারি টাঙ্গিয়ে দাঁড়িয়েছেন শিক্ষার্থীরা।মশারির চারদিকে চারজন হাতে প্ল্যাকার্ড, মশারির ভেতরে একজন বসে আছেন। মশারির দুইপাশে ‘জমা জল যেখানে, ডেঙ্গু জ্বরের বাহক মশার জন্ম সেখানে’ এরকম স্লোগান এবং ডেঙ্গু মশার বিভিন্ন লক্ষণ এবং করণীয় বিষয়ে লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রচারণা চালাচ্ছেন।

এই সচেতনতামূলক এ অভিনব প্রচারণার আয়োজন করেছে লাল-সবুজ সোসাইটি রংপুর। বরিশালে প্রতিষ্ঠিত লাল-সবুজ সোসাইটি রংপুরে কাজ করছে। এটি মূলত অনলাইন ভিত্তিক একটি সংগঠন।

রংপুর সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদা সুলতানা মনি বলেন, লাল-সবুজ সোসাইটি সারা দেশে বিভিন্ন জনসচেতনতা মূলক বিষয় নিয়ে কাজ করছে।এরই ধারাবাহিকতায় রংপুরে আমরা ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতা তৈরির আয়োজনে অংশ নিয়েছি।সাধারণ শিক্ষার্থীদের এ ধরনের কার্যক্রমের প্রশংসা করছেন নগরীর পথচারী সহ সচেতন সমাজ।

এই বিভাগের আরও খবর