লালমনিরহাট বার্তা
ভারতে মৌসুমী বন্যা-ভূমিধসে ১৫ জনের মৃত্যু
ইত্তেফাক | ১০ জুল, ২০২৩, ৮:৩৭ AM
ভারতে মৌসুমী বন্যা-ভূমিধসে ১৫ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলে প্রবল মৌসুমী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। বিগত কয়েক দশকের মধ্যে নয়াদিল্লিতে এটি ছিল সবচেয়ে বেশি বৃষ্টিপাতের ঘটনা। রোববার দেশটির কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাতে নয়াদিল্লির বিভিন্ন এলাকার রাস্তা হাঁটু পানিতে তলিয়ে গেছে। বিগত ৪০ বছরের মধ্যে জুলাই মাসে একদিনে এটি ছিল সর্বোচ্চ বৃষ্টিপাত।

খবরে বলা হয়, কমপক্ষে আরও একদিনের ভারী বর্ষণের পূর্বাভাস থাকায় কর্তৃপক্ষ সোমবার নয়াদিল্লির স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ভারতের উত্তরাঞ্চলীয় ছয়টি রাজ্যে প্রাকৃতিক দুর্যোগে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ওমকার শর্মা এএফপি’কে জানিয়েছেন, পার্বত্য রাজ্যগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে হিমাচল প্রদেশেই ছয়জন প্রাণ হারিয়েছেন। সেখানে ভূমিধসে প্রায় ৭০০টি রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

এদিকে, ভারতের আবহাওয়া বিভাগ আসন্ন দিনগুলোতে দেশটির উত্তরাঞ্চলের বড় অংশজুড়ে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

এই বিভাগের আরও খবর