বেরোবির রসায়ন বিভাগের প্রধান হলেন এইচ. এম. তারিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার | ২৪ আগ, ২০২১, ৯:৫১ AM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) রসায়ন বিভাগে নতুন বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেছেন বিভাগের সহযোগী অধ্যাপক এইচ. এম. তারিকুল ইসলাম। আজ মঙ্গলবার (২৪ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে এই পদে যোগদান করেছেন বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে আজ এ তথ্য জানানো হয়েছে। যোগদানের সময় রসায়ন বিভাগের শিক্ষকবৃন্দ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। এর আগে সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ এর নির্দেশে রেজিস্ট্রার তাঁকে এই পদে তিন বছরের জন্য নিয়োগ প্রদান করেন।