লালমনিরহাট বার্তা
যশোর আদালতে ২০ বছরের বেশি সময় ধরে মামলা পেন্ডিং -প্রধান বিচারপতি
বার্তা ডেস্ক | ৬ আগ, ২০২৩, ৬:১৫ AM
যশোর আদালতে ২০ বছরের বেশি সময় ধরে মামলা পেন্ডিং -প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, 'যশোর আদালতে ২০ বছরের বেশি সময় পার হয়ে গেছে এমন মামলা এখনো পেন্ডিং আছে। এটার মানে আমরা গত ২০ বছরে ঐ লোকগুলোকে বিচার দিতে পারিনি। এ জন্য বিচারক ও আইনজীবী দুই জনই দায়ী। আর কিছুটা দায়ী হতে পারে প্রসেস। সেবাপ্রার্থীদের কষ্টের কথা ভেবে শুরু থেকে শেষ পর্যন্ত সহজেই মামলা যেন ডিসপোজাল হয়, সেই চেষ্টা করুন।' তিনি গত ০৫ আগস্ট যশোরে আইনজীবি সমিতির মিলনায়তনে আইনজীবিদের সঙ্গে মতবিনিময় কালে এই কথা বলেন।

তিনি বলেন, ৩০ লাখ মানুষ রক্তের বিনিময়ে বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। তাদের রক্তের দিকে তাকিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। যেভাবেই হোক রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে। বিচার বিভাগকে গতিশীল করতে হবে। মানুষ যদি বছরের পর বছর আদালতের বারান্দায় ঘোরে, যদি ন্যায় বিচার না পায়, তাহলে ঐ ব্যক্তি যদি বলে এদেশে বিচার-আচার নাই, সেটা অন্যায় হবে না।'

মতবিনিময় অনুষ্ঠানে আইনজীবি, বিচারক, জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন যশোর আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. মোহাম্মদ ইসহাক।

এই বিভাগের আরও খবর