লালমনিরহাট বার্তা
১৭ মামলার এক প্রতারক গ্রেফতার
রংপুর অফিস | ১৭ এপ্রি, ২০২৪, ১:৪৩ PM
১৭ মামলার এক প্রতারক গ্রেফতার

প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেবার অভিযোগে ১৭ মামলার পলাতক আসামি শহিদুল ইসলামকে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার শামসপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানা পুলিশ। শহিদুল ইসলামের বাড়ি রংপুর নগরীর আলম নগর স্টেশন এলাকার মুসলিম পাড়া মহল্লায়। তার বাবার নাম বাদশা মিয়া। সে ঢাকায় বিভিন্ন ব্যাবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্নজনের কাছে চাকরি ও জমি বিক্রিসহ বিভিন্ন ভাবে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছিল।

রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানার এস আই সোহেল রানা জানান, শহিদুল ইসলাম ঢাকায় সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা, কখনও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন পরিচয় দিয়ে অর্ধশতাধিক ব্যক্তির কাছ থেকে অন্তত ১০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় ঢাকার মেট্রোপলিটান আদালতে তার নামে ১৭টি মামলায় আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারির করা হয়। এ ঘটনার পর আসামী শহিদুল ইসলাম ঢাকা থেকে পালিয়ে রংপুরে পরে কুড়িগ্রামের চিলমারীতে অবস্থান করছিল। আদালতের আদেশ নামা পেয়ে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোরে তাকে কুড়িগ্রামের চিলমারী থেকে গ্রেফতার করেছে। পুলিশ জানায় সে একজন প্রতারক। তাকে আদালতে সোপদ্দ করা হবে।

এই বিভাগের আরও খবর