লালমনিরহাট বার্তা
দিনাজপুরের খানসামায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন
তথ্যবিবরণী | ২৯ এপ্রি, ২০২৪, ১:১৭ PM
দিনাজপুরের খানসামায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

দিনাজপুরের খানসামা উপজেলার ১ হাজার ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৯শেই এপ্রিল) খানসামা উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাজউদ্দিন।

খানসামা উপজেলা কৃষি অফিসসূত্রে জানা যায়, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৬টি ইউনিয়নের ১ হাজার ২৫০ জন কৃষকের মাঝে ১ কেজি করে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও পাট বীজ, ৫ কেজি করে আউশ ধানের বীজ এবং ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হবে। খানসামা উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় এসব সার ও বীজ বিতরণ করা হবে। 

রুপাল/মামুন/

এই বিভাগের আরও খবর