লালমনিরহাট বার্তা
রংপুরে করোনার টিকা নিতে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ
রংপুর অফিসঃ | ১০ জানু, ২০২২, ১১:৪২ AM
রংপুরে করোনার টিকা নিতে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ
রংপুরে ব্যাপক উৎসাহের সঙ্গে করোনাভাইরাসের টিকা নিচ্ছেন স্কুল শিক্ষার্থীরা।গত একমাস ধরে রংপুর মহানগরীর স্কুলগুলোতে শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হচ্ছে। গত ৫ জানুয়ারী থেকে এ টিকা দান কর্মসুচি শুরু করেছে জেলা সিভিল সার্জনের কার্যাল। রংপুেেরর আট উপজেলার মধ্যে দুটি উপজেলাতে শুরু হয়েছে শিক্ষার্থীদের টিকা প্রয়োগ কর্মসূচি। ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা ফাইজারের টিকা পাচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ জানুয়ারির মধ্যে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া শেষ করতে হবে। রংপুর শহরের স্কুলগুলোতে এক মাস আগেই টিকা প্রয়োগ শুরু হয়েছে।প্রথম ডোজের পর শহরে দ্বিতীয় ডোজও ইতোমধ্যে প্রয়োগ শুরু হয়েছে। রংপুরের আট উপজেলার তিন লক্ষ শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। সাধারণত সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা টিকা পাচ্ছে। বয়স ১২ হয়ে গেলে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হচ্ছে।
রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার রায় বলেন, সারাদেশের জেলা-উপজেলায় শিক্ষার্থীদের টিকা প্রয়োগ শুরু হয়েছে। সাধারণত স্কুল, মাদ্রাসার সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এই টিকা পাচ্ছে। রংপুর জেলার আট উপজেলায় তিন লক্ষ শিক্ষার্থীকে এই টিকার আওতায় আনা হয়েছে।এসি কক্ষে এই টিকা প্রয়োগ করতে হবে। যেখানে এসি নেই, সেখানকার শিক্ষার্থীরা অন্য কোন স্থানে গিয়ে টিকা নেবে।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর ব্যবস্থা করবে।তিনি বলেন,এরই মধ্যে শহরে ও উপজেলায় সপ্তম থেকে দশম শ্রেণি পড়ুয়া এক লক্ষ শিক্ষার্থী টিকা নিয়েছে। বাকিদের দ্বিতীয় ডোজও গ্রহণ করা হয়ে গেছে। নির্ধারিত সময়ের মধ্যেই শহরের সব স্কুলে টিকা কার্যক্রম শেষ করতে চান রংপুর জেলা স্বাস্থ্য কর্মকতারা।
এই বিভাগের আরও খবর