লালমনিরহাট বার্তা
বাবাকে বিশ্বকাপ জেতার প্রতিশ্রুতি দিয়েছিলেন পেলে
বার্তা অনলাইন ডেস্কঃ | ৩১ ডিসে, ২০২২, ১:১১ PM
বাবাকে বিশ্বকাপ জেতার প্রতিশ্রুতি দিয়েছিলেন পেলে

১৯৫০ সালে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায় ব্রাজিল। বিশ্বকাপের সেই আসরে ফেভারিট ছিলো স্বাগতিক ব্রাজিল। আসরে ব্রাজিলও ছুটছিল দুর্দান্ত গতিতে। তবে নির্ধারণী শেষ ম্যাচে হঠাৎ সেই গতি থামিয়ে দেয় উরুগুয়ে।

ঐ ম্যাচে প্রথমে লিড নিয়েও ম্যাচটি উরুগুয়ের কাছে হেরে ব্রাজিল হেরে যায় ২-১ গোলে। নিজ দেশের বিশ্বকাপে শিরোপার এতো কাছে গিয়েও হেরে যাওয়া মানতে পারেননি ব্রাজিলের ফুটবলপ্রেমীরা। ম্যাচ শেষে পুরো ব্রাজিলজুড়ে চলতে থাকে শোকের মাতম। সেই শোক ছুঁয়ে গিয়েছিল ফুটবল সম্রাট পেলের ফুটবলার বাবাকে। পেলের বয়স তখন ১০ বছর। শোকে কাতর বাবাকে বড় এক প্রতিশ্রুতি দিয়েছিলেন ১০ বছরের ছোট পেলে।

বাবাকে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতার প্রতিশ্রুতি দিয়েছিলেন পেলে। পেলে তার আত্মজীবনী 'হোয়াই সকার ম্যাটারস' এ বলেন, 'বাবা, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তোমাকে প্রতিশ্রুতি দিলাম, একদিন আমি তোমার জন্য ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতবো।' এরপর ১৯৫৮ সালের বিশ্বকাপের শিরোপা জিতে বাবাকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবে রূপ দিয়েছিলেন পেলে।

শুধু তাই নয় এরপর ১৯৬২ ও ১৯৭০ সালে বিশ্বকাপ জেতেন পেলে। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ের কৃর্তি রয়েছে তার। বিশ্বকাপে ১৪ ম্যাচ খেলে ১২ গোল করেছেন পেলে।(সূত্রঃ ইত্তেফাক)

এই বিভাগের আরও খবর