লালমনিরহাট বার্তা
বঙ্গবন্ধু জিমন্যাস্টিকসে প্রথম দিনে মহিলা বিভাগে দুই স্বর্ণ উজবেকিস্তানের
বার্তা অনলাইন ডেস্কঃ | ২৮ অক্টো, ২০২১, ৩:১৯ PM
বঙ্গবন্ধু জিমন্যাস্টিকসে প্রথম দিনে মহিলা বিভাগে দুই স্বর্ণ উজবেকিস্তানের
বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশীপের প্রথম দিনে মহিলাদের অল অ্যারাউন্ড ইভেন্টের দলগত স্বর্ণ পদক জিতেছে উজবেকিস্তান। বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের আয়োজনে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ভল্ট, আনইভেন বারস, বীম ও ফ্লোর মিলিয়ে ১৮৯.৫৫ স্কোর গড়েন উজবে্িকস্তানের চার প্রতিযোগী আরিপোভা দিলদোরা, খালিলোভা আমিনাখন, জুমাবোকাভা গুলনাজ ও মিরোশনিচেঙ্কো আনান্তাসিয়া।
১৬৩.৬০স্কোর গড়ে রৌপ্য জিতেছে ভারত এবং ৃ ১০৯.৫৫ স্কোর গড়ে ব্রোঞ্জ জিতেছে শ্রীলংকা।
্একই ইভেন্টে ৪৮.৭৫ স্কোর গড়ে ব্যক্তিগত স্বর্ণ জিতেছেন উজবেকিস্তানের মিরোশনিচেঙ্কো আনাস্তাসিয়া , ৪৭.৮০ স্কোর গড়ে একই দলের খালিলোভা আমিনাখান রৌপ্য এবং ৪১.৮৫ স্কোর গড়ে ভারতের কারিশমা ব্র্ঞ্জো পদক লাভা করেন।
বিকেলে দুই ইভেন্টে পদক জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ২০১৬ রিও অলিম্পিকে রিদমিক জিমন্যাস্টিকসে স্বর্ণ জয়ী বাংলদেশী বংশোদ্ভুত জিমন্যাস্ট মার্গারিটা মামুন, বাংলাদেশ অলিম্পিক ্এসোসিয়েশনের সহ সভাপতি ও মাছরাঙ্গা টেলিভিশনের এমডি অঞ্জন চৌধুরি পিন্টু এবং এশিয়ান জিমন্যাস্টিকস ইউনিয়নের উইমেনস উইংয়ের পরিচালক রাদে কিজিলগান।
এই বিভাগের আরও খবর