লালমনিরহাট বার্তা
ব্যস্ত জীবন ভালোই লাগে সাকিবের
ইত্তেফাক | ২২ আগ, ২০২৩, ২:২৪ PM
ব্যস্ত জীবন ভালোই লাগে সাকিবের

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ থেকে লঙ্কা প্রিমিয়ার লিগ। সেখান থেকে দুবাই। দেশে ফিরেও এক শহর থেকে আরেক শহর। চরম ব্যস্ত জীবন সাকিব আল হাসানের। ক্রিকেট থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড- সাকিবের যেন বিশ্রামের সময়টুকু নেই। যদিও বাংলাদেশ অধিনায়ক ব্যস্ত জীবনই উপভোগ করেন।

এশিয়া কাপ শুরু হতে বেশি দিন বাকি নেই। এই টুর্নামেন্ট সামনে রেখেই দেশে ফিরেছেন সাকিব। যদিও এখনও দলের অনুশীলনে যোগ দিতে পারেননি। দেশে ফিরেই উড়ে গিয়েছিলেন বরিশালে। সেখানে একটি হাসপাতাল আয়োজিত বিনামূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। এরপর দুপুরে ঢাকায় ফিরেই এক অনুষ্ঠানে গিয়েছিলেন অতিথি হয়ে।

রামপুরার সেই অনুষ্ঠানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সাকিব। সাংবাদিকরা তার ব্যস্ততা নিয়ে প্রশ্ন করতেই বাঁহাতি অলরাউন্ডার বলেছেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে এগুলো ম্যানেজ করেই চলতে হয়। যেহেতু সময় খুব বেশি নেই। এই অল্প সময়ে সবকিছু ম্যানেজ করার একটা উপায় বের করতে হয়। তবে এই ব্যস্ততা ভালোই লাগে।’

অবসর নেই সাকিবের। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কমিটমেন্ট তো আছেই। টানা খেলার ধকল সামলে চোটমুক্ত থাকাটা বেশ চ্যালেঞ্জিং। সাকিবও সেই কথাটাই বললেন, ‘যেহেতু সামনে আমাদের সিরিজ ও বড় টুর্নামেন্ট আছে, চেষ্টা করছি যতটা ফিট থাকা যায়। এখন ফিট থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রচুর খেলা থাকলে চোটে পড়ার সম্ভাবনা বেশি থাকে।’

এই বিভাগের আরও খবর