লালমনিরহাট বার্তা
পাটগ্রাম হুজুর উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিগুণ টাকা নিয়ে ফরম পূরণের অভিযোগ
স্টাফ রিপোর্টার | ৬ নভে, ২০২৩, ১২:৫৭ PM
পাটগ্রাম হুজুর উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিগুণ টাকা নিয়ে ফরম পূরণের অভিযোগ

লালমনিরহাটের পাটগ্রাম হুজুর উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার ফরম পূরণে দ্বিগুণ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। শিক্ষাবোর্ড নির্ধারিত টাকার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন একাধিক শিক্ষার্থী ও শিক্ষার্থীর অভিভাবক। এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও ওই প্রতিষ্ঠানের সভাপতিকে অভিযোগ করেছেন শিক্ষার্থীর অভিভাবক ।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এ বিদ্যালয় থেকে ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য নির্বাচনী পরীক্ষায় ৮৮ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে অধিকাংশ ছাত্রী গণিতে ও ইংরেজিতে অকৃতকার্য হয়। পরবর্তীতে আবারও নির্বাচনী পরীক্ষা নিয়ে ফরম পূরণের জন্য নির্বাচিত করা হয়।

২০২৪ সালের এস.এস.সি পরীক্ষার ফরম পূরণের জন্য প্রতি শিক্ষার্থীর নিকট হতে কত টাকা নেওয়া যাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুর কর্তৃপক্ষ সেটি নির্ধারণ করে দিয়েছেন। এরমধ্যে বিজ্ঞান বিভাগের প্রতি শিক্ষার্থীর জন্য বোর্ড ফি ১৬২৫ টাকা ও কেন্দ্র ফি ৫১৫ টাকাসহ মোট ২১৪০ টাকা। ব্যবসায় শিক্ষা এবং মানবিক শিক্ষা বিভাগের প্রতি শিক্ষার্থীদের নিকট হতে বোর্ড ফি ১৫৩৫ ও কেন্দ্র ফি ৪৮৫ টাকাসহ মোট ২০২০ টাকা হারে নির্ধারণ করে গত ১৭ অক্টোবর ২০২৩ খ্রি. একটি বিজ্ঞপ্তি জারি করে ফরম পূরণের নির্দেশনা দেয়। বিজ্ঞপ্তিতে কোনোভাবেই অতিরিক্ত কোনো ফি নেওয়া যাবে না উল্লেখ করা হলেও পাটগ্রাম হুজুর উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষার ফরম পূরণে ৫ হাজার ৩০০ টাকা হারে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক বলেন, ‘এ বিদ্যালয়টিতে লেখাপড়ায় ছাত্রীদের প্রায়ই নানা বিষয়ে ফি দিতে হয়। ক্লাস পার্টি ফি, পিঠা বানানো ফি, টিফিন ফি, বিদায় ফি, কোচিং ফি, গেস্ট শিক্ষক ফি এভাবে সারা বছরই ফি দিতে হয়। এখন আবার ডবল ৫ হাজার ৩০০ টাকা দিয়ে এস.এস.সি ফরম পূরণ করতে হচ্ছে। মেয়ে (ছাত্রী) বাড়ি গিয়ে জানিয়েছে এ টাকা না দিলে নাকি ফরম পূরণ করতে দেওয়া হবে না এভাবে কি সন্তানদের লেখাপড়া করানো সম্ভব?’

নাম প্রকাশে অনিচ্ছুক এ বিদ্যালয়ের একাধিক ছাত্রী বলেন, ‘ফরম পূরণে প্রতিজনের কাছে ৫ হাজার ৩০০ টাকা দিয়ে এস.এস.সি ফরম পূরণ করতে বলেছে স্যারেরা। কেউ কেউ দিয়েছে। আমাদের কাছে এত টাকা নাই জানালে প্রধান শিক্ষক স্যার বলেন ফরম পূরণের সময় কমপক্ষে ৩ হাজার ৩০০ টাকা করে দাও বাকি ২ হাজার টাকা পরের মাসে দিতে হবে।’

পাটগ্রাম হুজুর উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার বসুনিয়া বলেন, ‘এস.এস.সি পরীক্ষার নির্বাচনী পরীক্ষায় অধিকাংশ ছাত্রী অকৃতকার্য হয়। আমরা আবারও পরীক্ষা নিয়েছি এতেও অনেকে পাস করেনি। এ কারণে ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষার্থী ছাত্রীদের ভালোর জন্যই বিশেষ পাঠদানের ব্যবস্থা নিয়েছি। এজন্য ফরম পূরণের সময় অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। এখনও অনেক ছাত্রীই এই টাকা দেয়নি।’

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অত্র বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত টাকা নেওয়ার ব্যাপারে ওই বিদ্যালয়ের ছাত্রীর অভিভাবক আমাকে জানিয়েছে। আমি প্রধান শিক্ষককে বিধি বহির্ভূতভাবে কোনো টাকা নিতে নিষেধ করেছি। বিষয়টি আমি দেখছি।

এই বিভাগের আরও খবর