লালমনিরহাট বার্তা
উত্তর বাংলা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ (সম্মান) ক্লাশ উদ্বোধন
বিশেষ প্রতিনিধি | ২০ আগ, ২০২৩, ৫:৩৮ AM
উত্তর বাংলা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ (সম্মান) ক্লাশ উদ্বোধন

 উত্তর বাংলা কলেজ, কাকিনা, কালীগঞ্জ এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ (সম্মান) ২০২২-২৩ সেশনের ক্লাশ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

কলেজ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ আব্দুর রউফ সরকার। আমন্ত্রিত অতিথি ছিলেন লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক গেরিলা লিডার এসএম শফিকুল ইসলাম কানু। বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন ড. আবু শাহাদত রুবেল, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক দিলীপ কুমার রায়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল হাকিম, প্রভাষক মোবারক হোসেন, প্রভাষক আতোয়ার রহমান, ইংরেজী বিভাগের প্রভাষক হারুন অর রশীদ। অনুষ্ঠান সঞ্চালন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রায়হানুল ইসলাম।

বক্তাগণ শিক্ষার্থীদেরকে সময় অনুবর্তিতা (সঠিক সময় অনুসরণ), কার্যক্রমে অংশগ্রহণ (পড়াশুনায় অংশগ্রহণ) ও পারসন (যে ব্যক্তি শিক্ষা প্রদান করবেন) এই তিন বিষয়ের ওপর অত্যন্ত গুরুত্ব আরোপের পরামর্শ দেন। বক্তাগণ আরো বলেন, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন ছাড়া সার্টিফিকেট গ্রহণ কাম্য নয়। তাই শিক্ষার্থীদের যথা সময়ে কলেজে উপস্থিত হয়ে শিক্ষকদের মাধ্যমে পাঠক্রমে অংশ নেয়ার আহবান জানানো হয়।

এই বিভাগের আরও খবর