লালমনিরহাট বার্তা
রংপুরে ম্যাটস শিক্ষার্থীদের চার দফাদাবীতে অনিদৃষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট
রংপুর অফিস | ২১ আগ, ২০২৩, ১০:১৩ AM
রংপুরে ম্যাটস শিক্ষার্থীদের চার দফাদাবীতে অনিদৃষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট

রংপুরে চার দফার দাবিতে দেশব্যাপী ম্যাটস শিক্ষার্থীদের অনিদৃষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে। এসময় সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ মানব্বন্ধন সমাবেশ বক্তারা চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষনা দেন।

সোমবার দুপুরে নগরীর সিভিল সার্জন কার্যালয়ের সামনে গ্রীন ইন্টারন্যাশনাল মেডিকেল এসিট্যান্ট ট্রেনিং স্কুল(গ্রীন ম্যাটস) রংপুরের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ মানব্বন্ধন সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বক্তারা চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষনা দেন। এসময় তাঁরা তাদের দাবি জনসম্মুখে তুলে বলেন- ইন্টার্নশীপ বহালসহ অসঙ্গতিপুর্ন কোর্স কারিকুলাম সংশোধন। এলাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্ম সংস্থান সৃজন ও দ্রæত নিয়োগ চাই এবং বঙ্গবন্ধুর ৫ম বার্ষিক পরিকল্পনা অনুযায়ী শিক্ষা প্রদানের দাবি জানান শিক্ষার্থীরা।

এই বিভাগের আরও খবর