লালমনিরহাট বার্তা
লতা মঙ্গেশকরের নামে ‘বিশেষ ডাকটিকিট’
বার্তা অনলাইন ডেস্কঃ | ৯ ফেব, ২০২২, ১১:৪৮ AM
লতা মঙ্গেশকরের নামে ‘বিশেষ ডাকটিকিট’
সদ্যপ্রয়াত প্রখ্যাত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের নামে ‘বিশেষ ডাকটিকিট’ প্রকাশ করতে যাচ্ছে ভারত সরকার। সোমবার সে দেশের কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ডাকটিকিট প্রকাশ করে ‘ভারতের নাইটিঙ্গেল’কে উপযুক্ত সম্মান দেওয়া হবে।’

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর প্রকাশের পাশাপাশি আরও জানিয়েছে, লতা মঙ্গেশকরের নামে যে ডাকটিকিট প্রকাশ করা হবে তা ‘কমেমোরেটিভ স্ট্যাম্প’। বিশেষ কোনো ঘটনা উপলক্ষে এ ধরনের ডাকটিকিট প্রকাশ করা হয়। ডাকটিকিট প্রকাশের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি একই দিন সংসদেও লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানানো হয়েছে। তার মৃত্যুতে সংসদের দুই কক্ষে অধিবেশনের শুরুতেই শোক জ্ঞাপন করে অধিবেশন মুলতবি রাখা হয়। পরে লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবে জবাবে ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লতা মঙ্গেশকরের কথা স্মরণ করে শ্রদ্ধা জানান।(সূত্র: ইত্তফোক)
এই বিভাগের আরও খবর