লালমনিরহাট বার্তা
নেইমার নিজের ছেলের নাম মেসি রাখতে চান
ইত্তেফাক | ২১ জুল, ২০২৩, ৭:৪৮ AM
নেইমার নিজের ছেলের নাম মেসি রাখতে চান

ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা চিরপ্রতিদ্বন্দ্বী হলেও নেইমার-মেসির বন্ধুত্ব খুবই গভীর। বার্সেলোনায় থাকা অবস্থায় মেসি-নেইমারের বন্ধুত্ব ছিল হিংসে করার মতই। তবে বন্ধুর ছায়া পেছনে রেখে ২০১৭ সালে নেইমার চলে যান প্যারিসে, নাম লেখান ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতে। এরপর মেসির সঙ্গে আবারো দেখা হয় পিএসজিতে। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার জানান, মেসির নামে নিজের ছেলের নাম রাখবেন তিনি।

কিছুদিন আগেই নেইমার জানিয়েছিলেন, বাবা হচ্ছেন তিনি। নেইমারের প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দি জানিয়েছিলেন কন্যাসন্তানের বাবা-মা হতে চলেছেন তারা। ইনস্টাগ্রাম পোস্টে বিয়ানকার্দি লিখেছিলেন, ‘আমরা এই মুহূর্তটির অপেক্ষায় ছিলাম। কন্যা, তোমাকে সরাসরি দেখার তর সইছে না। তুমি আমাদের সবচেয়ে দুর্দান্ত উপহার।’

এবার কন্যা সন্তানের বাবা হলেও ভবিষ্যতে ছেলের বাবা হলেই সেই ছেলের নাম মেসি রাখতে চান নেইমার। এতদিন ফরাসি ক্লাব পিএসজিতে মেসি-নেইমার একসঙ্গে খেললেও আগামী মৌসুমে সেটি আর দেখা যাবে না। ইতোমধ্যেই পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন মেসি।

এই বিভাগের আরও খবর