লালমনিরহাট বার্তা
প্রধানমন্ত্রীর প্রত্যাশানুযায়ী কাজ করতে হবে- সমাজকল্যাণমন্ত্রী
বার্তা অনলাইন ডেস্কঃ | ৮ নভে, ২০২১, ১১:১৬ AM
প্রধানমন্ত্রীর প্রত্যাশানুযায়ী কাজ করতে হবে- সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত ও সমৃদ্ধশীল করার লক্ষ্যে রূপকল্প গ্রহণ করেছেন। এ রূপকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর প্রত্যাশানুযায়ী কর্মকর্তাদের কাজ করতে হবে।

মন্ত্রী আজ জাতীয় সমাজসেবা একাডেমি আয়োজিত সমাজসেবা কর্মকর্তাদের ৪০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ শাফায়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম।

মন্ত্রী বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কর্মদক্ষতা বাড়ায়। বুনিয়াদি প্রশিক্ষণের কারিকুলামে অন্তর্ভুক্ত প্রশিক্ষণ সমাপান্তে সমাজসেবা অধিদফতরের মাধ্যমে বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমুহ সুষ্ঠুভাবে বাস্তবায়নের মাধ্যমে জনগণকে সেবা প্রদান সহজতর হবে।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে লক্ষ ও উদ্দেশ্য নিয়ে দেশ পরিচালনা করছেন তা বাস্তবায়নে সমাজসেবা অফিসারদেরকে সর্বদা সচেষ্ট থাকতে হবে।

মন্ত্রী নিষ্ঠার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করে জনসেবায় আত্মনিয়োগ করার জন্য নবীন কর্মকর্তাদের আহ্বান জানান।
এই বিভাগের আরও খবর