লালমনিরহাট বার্তা
এসবিএফ নার্সিং ইনস্টিটিউট এর ১ম বর্ষের ওরিয়েন্টশন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার | ৯ জুল, ২০২৩, ৮:১৭ AM
এসবিএফ নার্সিং ইনস্টিটিউট এর ১ম বর্ষের ওরিয়েন্টশন অনুষ্ঠিত

সোনার বাংলা ফাউন্ডেশন  নার্সিং ইনস্টিটিউট এর ১ম বর্ষের (৫ম ব্যাচের) ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়।

আজ ০৯ জুলাই সকালে এসবিএফ নার্সিং ইনস্টিটিউট এর হল রুমে অনুষ্ঠিত ওরিয়েন্টশনে প্রধান অতিথি ছিলেন মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমৃত কুমার রায়। মূল বক্তব্য উপস্থাপন করেন এসবিএফ নার্সিং ইনস্টিটিউটের পরিচালক গেরিলা লিডার এস এম শফিকুল ইসলাম কানু। আমন্ত্রিত অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডাঃ জাহাঙ্গীর আলম সরকার, সাবেক সিভিল সার্জন ডাঃ কাশেম আলী। প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টরদের পক্ষে রিতা রায়। অনুষ্ঠান সঞ্চালন করেন ইন্সট্রাক্টর ধর্মেন্দ্র কুমার বর্মন। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ১ম বর্ষের শিক্ষার্থীদের লাল গোলাপ ফুল ও চকলেট দিয়ে সংবর্ধনা জানায়।

বক্তাগণ নার্সিং এর ন্যায় মহৎ পেশায় নিবেদিত হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের নিয়ম-কানুন মেনে পড়াশুনায় মনোযোগ হওয়ার আহবান জানান। প্রতিষ্ঠানের পরিচালক, দৃঢ়তার সাথে ষোষণা করেন যে, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রথম বর্ষের পরীক্ষায় এ+ মার্ক পেলেই ১ বছরের জন্য হোস্টেলে থাকা, খাওয়া ও মাসিক বেতন ফ্রি। অনুরূপ ফলাফল করলে পরবর্তী বছরের জন্যও শিক্ষার্থীদের সব কিছু ফ্রি। তিনি কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এই সুযোগকে কাজে লাগানোর শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

এসময় ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর