লালমনিরহাট বার্তা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক সেবন ৬ শিক্ষার্থী আটক
রংপুর অফিসঃ | ২৮ মে, ২০২২, ১:৩৮ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক সেবন ৬ শিক্ষার্থী আটক
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক সেবনের অভিযোগে ছয় শিক্ষার্থীকে আটক করা হয়েছে।শনিবার দুপুরে পুলিশ জানায়,গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে বসে মাদক সেবন করার সময় তাদের আটক করা হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইজার আলী জানান, হলের সামনে বসে কয়েকজন শিক্ষার্থী মাদক সেবন করছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদক সেবন করা অবস্থায় তাদের আটক করে। আটক ছয় জনের মধ্যে দুজন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাকি চার জন অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।তাদের বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। তাদের পুলিশ মাদক আইনে গ্রেপ্তার দেখিয়ে রংপুর মেট্রোপলিটান আদালতে চালান দেওয়া হয়।তবে তিনি আটক ছয় শিক্ষার্থীর নাম জানাতে রাজি হননি।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই শিক্ষার্থীদের আটক করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
এই বিভাগের আরও খবর