লালমনিরহাট বার্তা
হজ নিবন্ধন শুরু ১৬ সেপ্টেম্বর
ইত্তেফাক | ৬ আগ, ২০২৩, ৬:১৯ AM
হজ নিবন্ধন শুরু ১৬ সেপ্টেম্বর

আগামী বছর বাংলাদেশিদের জন্য হজের কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ অপরিবর্তিত রেখেছে সৌদি সরকার। সেই লক্ষ্যে হজযাত্রী নিবন্ধন শুরু হবে আগামী ১৬ সেপ্টেম্বর। সৌদি সরকারের কাছ থেকে মিনা-আরাফা-মুজদালিফায় বাড়িভাড়া ও সেবামূল্য ঠিক করার পর আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হবে।

শনিবার (৫ আগস্ট) ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, আগামী বছরের ১ মার্চ থেকে হজের ভিসা ইস্যু শুরু হয়ে ২৯ এপ্রিল পর্যন্ত চলবে। আর ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে।

প্রসঙ্গত, এ বছর হজের খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ৯ বার সময় বাড়িয়েও কাঙ্ক্ষিত কোটা পূরণ করতে পারেনি ধর্ম মন্ত্রণালয়। প্রায় ৫ হাজারের মতো কোটা সৌদি সরকারকে ফেরত দিতে হয়। এদিকে হজ পালন করতে গিয়ে এবার বাংলাদেশের ১১৯ জন হাজি মারা গেছেন। সৌদি নিয়ম অনুযায়ী তাদের সৌদি আরবে দাফন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর