লালমনিরহাট বার্তা
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি চলিতেছে
বার্তা ডেস্ক | ১৩ সেপ, ২০২৩, ৭:৩৬ AM
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি চলিতেছে

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এইচএসসি প্রোগ্রামে ভর্তি চলিতেছে। ভর্তির শেষ তারিখঃ ২০-০৯-২০২৩ ইং (বর্ধিত তারিখ) এবং বিএ/বিএসএস প্রোগ্রামের শিক্ষার্থীদের (২১ ব্যাচ ২য় সেমিস্টার, ২০ ব্যাচ ৩য় ও ৪র্থ সেমিস্টার এবং ১৯ ব্যাচ ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টার) অনলাইনে রেজিস্ট্রেশন চলিতেছে। রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ ২০-০৯-২০২৩ ইং (বর্ধিত তারিখ)। উল্লেখ্য, ১৯ ব্যাচ এর পূর্বে ভর্তিকৃত শিক্ষার্থীগণ অফ-লাইনে কোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন।

স্টাডি সেন্টারঃ

১। আদিতমারী সরকারি কলেজ, আদিতমারী, লালমনিরহাট।

যোগাযোগঃ ০১৭৪৮-৯৪৯৪৭৪ (অধ্যক্ষ/সমন্বয়কারী, বাউবি), ০১৭৪০-৫৪৬৯৮৪ (সহকারী অধ্যাপক/টিউটর, বাউবি), ০১৭২৩-০৫৬৯৪৯ (প্রভাষক/টিউটর, বাউবি)।

২। লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজ, লালমনিরহাট।

যোগাযোগঃ ০১৭৪১-০৬০৯৪১ (অধ্যক্ষ/সমন্বয়কারী, বাউবি), ০১৭১৫-৩৬১৩০৭ (সহকারী অধ্যাপক/টিউটর, বাউবি), ০১৭১০-৪৯০৩৫৪ (প্রভাষক/টিউটর, বাউবি)।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুনঃ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, উপ-আঞ্চলিক কেন্দ্র, লালমনিরহাট।

হোল্ডিং নম্বরঃ ১৭৫০, নায়েকগরটারী (বিসিক সংলগ্ন), লালমনিরহাট।

মোবাইল নম্বরঃ ০১৮৭৮-৫৩৪১৭২ (উপ-পরিচালক, বাউবি), ০১৭১৬-১৩০৬৬৩, ০১৭১৫-৩৭১৬১৪।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুনঃ https://www.bou.ac.bd/

এই বিভাগের আরও খবর