লালমনিরহাট বার্তা
উন্মাদনায় মেতেছে রংপুর নগরী আর্জেন্টিনা ফ্যান ক্লাবের আনন্দ মিছিল
রংপুর অফিস | ২১ নভে, ২০২২, ১০:০২ AM
উন্মাদনায় মেতেছে রংপুর নগরী আর্জেন্টিনা ফ্যান ক্লাবের আনন্দ মিছিল

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতেছে রংপুর নগরী। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানীসহ বিভিন্ন দেশের পতাকা উড়ছে পাড়া-মহল্লায়। ফুটবলের উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছে সমর্থকদের আনন্দ মিছিল।

আর্জেন্টিনা-সৌদিআরবের খেলা মাঠে গড়ার আগে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উদ্যোগে ২১ নভেম্বর (সোমবার) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠ থেকে রংপুর নগরীতে আনন্দ র‌্যালী হয়েছে। দুপুরে শত শত আর্জেন্টিনা সমর্থক বাদ্যযন্ত্রের তালে, আর্জেন্টিনার বিশাল পতাকা হাতে সমর্থকদের নাচ ও শ্লোগানে মুখরিত হয়ে উঠে নগরী। রাস্তার দু’ধারে থাকা আর্জেন্টিনা সমর্থকরা হাত নেড়ে তাদের স্বাগত জানান। চলতি বিশ্বকাপে ফেভারিট দল আর্জেন্টিনা কাপ নিজেদের ঘরে তুলবে প্রত্যাশা সমর্থকদের।

রংপুর নগরীর আর্জেন্টিনার সমর্থক সাইফুল ইসলাম মুকুল বলেন, ছোট থেকেই আর্জেন্টিনাকে সাপোর্ট করি। এবারে আর্জেন্টিনার দলটি অনেক শক্তিশালী। আশা করছি বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরেই যাবে।

মমিনুল ইসলাম রিপন বলেন, আর্জেন্টিনা বিশ্ববাসীকে প্রতি বিশ্বকাপে নানন্দিক ফুটবল খেলা উপহার দেয়। এবার আমাদের চির প্রতিদ্বন্ধি ব্রাজিলকে ৭ গোল দিয়ে আর্জেন্টিনা ফাইনালে জয়লাভ করে এই প্রত্যাশা করছি।

আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠির সভাপতি আসাদুজ্জামান আফজাল বলেন, আগামীকাল মঙ্গলবার আর্জেন্টিনা-সৌদিআরবের মধ্যে প্রথম খেলা অনুষ্ঠিত হবে। এ খেলায় আর্জেন্টিনা বিশাল ব্যবধানে জিতবে বলে প্রত্যাশা করছি।খেলার আগে সোমবার রংপুর নগরীতে শোডাউন দিলাম। এতে শত শত আর্জেন্টিনার ভক্ত-সমর্থকরা অংশ নেন। মঙ্গলবার বড় পর্দায় পাবলিক লাইব্রেরী মাঠে আর্জেন্টিনার খেলা দেখানো হবে। এদিকে ব্রাজিল-সার্বিয়ার খেলা মাঠে গড়ানোর আগে রংপুর নগরীতে বিশাল শোডাউন করার কথা জানিয়েছে ব্রাজিল ফ্যান ক্লাবের সংগঠকরা।

এই বিভাগের আরও খবর