লালমনিরহাট বার্তা
৪০তম বিসিএস থেকে দেশের বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পেলেন ৮৯৩ জন
বার্তা অনলাইন ডেস্ক | ১ জানু, ২০২৪, ১১:০৪ AM
৪০তম বিসিএস থেকে দেশের বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পেলেন ৮৯৩ জন

৪০তম বিসিএস থেকে দেশের বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৯৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নন-ক্যাডার হতে সুপারিশ করা হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সুপারিশকৃতদের মধ্যে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের লেকচারার পদে একজন, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর পদে চারজন, পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ১১১ জন, টেকনিক্যাল স্কুল ও কলেজের ইনস্ট্রাক্টর পদে ৫১৪ জন এবং পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ও ওয়ার্কশপ সুপার পদে ২৬৩ জন নিয়োগ প্রাপ্ত হয়েছেন।

আজ (সোমবার) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ হতে নিয়োগপ্রাপ্তদের পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এল. বি/ এস. এফ

এই বিভাগের আরও খবর