লালমনিরহাট বার্তা
তামিমের না থাকা আফাগানিস্তানের জন্য বাড়তি সুবিধা
বার্তা ডেস্ক | ৭ জুল, ২০২৩, ১২:০০ PM
তামিমের না থাকা আফাগানিস্তানের জন্য বাড়তি সুবিধা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের পর ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা জানান বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। টাইগারদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে শুক্রবার (৭ জুলাই) সংবাদ সম্মেলনে আসেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী।

তামিমের না থাকায় বাড়তি সুবিধা পাবে কিনা এমন প্রশ্নে শাহিদী বলেন, ‘সে অবশ্যই বাংলাদেশের বড় খেলোয়াড় ছিলেন। অভিজ্ঞ অধিনায়ক এবং অনেকদিন ধরে খেলছিলেন তিনি। তার অনুপস্থিতি আমাদের জন্য বাড়তি সুবিধা। আমরা কালকের ম্যাচের দিকে তাকিয়ে এবং সেখানে নজর দিচ্ছি। আপনি বলতে পারেন সিরিজের মাঝে চলে যাওয়া সবার কাছেই চমকের মত ছিল। সে ভালো ও দয়ালু মানুষ। আমি তাকে অনেক সম্মান করি।’

প্রথম ওয়ানডেতে ১৭ রানে জিতে সিরিজে এগিয়ে আছে আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিজদের করে নিতে চান আফগান অধিনায়ক। তিনি আরও বলেন, ‘আমরা ভালো অবস্থায় আছি। কালকের ম্যাচ জিতলে সিরিজ ২-০ হবে। আমরা সেদিকেই তাকিয়ে আছি।’

এই বিভাগের আরও খবর