লালমনিরহাট বার্তা
লালমনিরহাটে জাতীয় সমবায় দিবস পালিত
স্টাফ রিপোর্টার | ৪ নভে, ২০২৩, ৮:০৪ AM
লালমনিরহাটে জাতীয় সমবায় দিবস পালিত

সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় লালমনিরহাটে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক, সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়বৃন্দের আয়োজনে গতকাল শনিবার (৪ নভেম্বর) সকালে জেলা পরিষদ মিলনায়তন থেকে সমবায় র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুরে তাসনিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের কন্দ্রীয় সদস্য এ্যাড. সফুরা বেগম রুমি, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, বীরপ্রতীক ক্যাপ্টেন অবঃ আজিজুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘সমবায়ীরা দেশের কৃষি, মৎস্য চাষ, পশু পালন, দুগ্ধ উৎপাদন, পুষ্টি চাহিদা পূরণ,ক্ষুদ্র ব্যবসা, আবাসন, নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নসহ নানা বিষয়ে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে। আলোচনা সভা শেষে সমবায়ে বিশেষ অবদান রাখায় সমিতি সভাপতিদের ও নারী উদ্যােক্তাদের ক্রেস্ট প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর