লালমনিরহাট বার্তা
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য ব্যবহারে নিষেধাজ্ঞা জারি
তথ্যবিবরণী | ৪ মে, ২০২৪, ৩:৪২ AM
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য ব্যবহারে নিষেধাজ্ঞা জারি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ১লা মে, ২০২৪ তারিখ থেকে ১৫ই মে, ২০২৪ তারিখ পর্যন্ত রংপুর মেট্রোপলিটনের আওতায় মাহিগঞ্জ থানার কল্যাণী ইউনিয়ন এবং হারাগাছ থানাধীন হারাগাছ পৌরসভা ও সারাই ইউনিয়নে বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীগণের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া সকল ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর দ্রব্য ব্যবহার; অস্ত্র-শস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, দা, ছোরা, কাঁচি, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়।

এই বিভাগের আরও খবর