লালমনিরহাট বার্তা
লালমনিরহাটে স্কুল মিল্ক কর্মসুচীর উদ্বোধন
স্টাফ রিপোর্টার | ১৩ মার্চ, ২০২৩, ১২:৩৯ PM
লালমনিরহাটে স্কুল মিল্ক কর্মসুচীর উদ্বোধন

প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প প্রাণীসম্পদ অধিদপ্তর এর মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রনালায়ের আয়োজনে এবং লালমনিরহাট সদর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল বাস্তবায়নে 'স্কুল মিল্ক কর্মসুচী' উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে লালমনিরহাট পৌরসভার পূর্ব সাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে শিশু শিক্ষার্থীদের দুধ পান করিয়ে 'স্কুল মিল্ক কর্মসুচী'র উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ।

উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, অধ্যক্ষ মাহবুবুল আলম মিঠু, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সাজিয়া আফরিন প্রমুখ। উদ্বোধনী দিনে স্কুলের ২২১জন শিশু শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে প্যাকেট দুধ দেয়া হয়। সপ্তাহে ৫দিন শিক্ষা কার্জ দিবসের ৩বছর বিনামূল্যে শিশু শিক্ষার্থীদের দুধ পান করানো হবে।

এই বিভাগের আরও খবর