লালমনিরহাট বার্তা
সরকারি ঘর দেওয়ার কথা বলে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ বাবার বিরুদ্ধে
স্টাফ রিপোর্টার | ২৭ মার্চ, ২০২৩, ৯:০৫ AM
সরকারি ঘর দেওয়ার কথা বলে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ বাবার বিরুদ্ধে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সরকারি ঘর নিয়ে দেওয়ার কথা বলে আপন মেয়ের কাছে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে বাবা আজাহারুল হকের বিরুদ্ধে। আজাহারুলের বিরুদ্ধে একই এলাকার আরও তিন দরিদ্র পরিবারের নারী প্রতারণার অভিযোগ করেছেন।

জানা গেছে, জমি আছে ঘর নাই প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারকে বিনামূল্যে সরকার গৃহ নির্মাণ করে দেয়। ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে এসব ঘর বরাদ্দ দেওয়া হয়। উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চেয়ারম্যানের সাথে ভালো সম্পর্কের সুবাদে দরিদ্র পরিবারকে এ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে ৪ বছর আগে টাকা নেয় আজাহারুল হক (৫০)। প্রায় ১ লাখ টাকার সরকারি ঘর চেয়ারম্যান ও ইউপি সদস্যকে কিছু টাকা দিলে নিশ্চিত পাওয়া যাবে- জানালে বাবার কথায় বিশ্বাস করে প্রথমে টাকা দেন মেয়ে সুলতানা বেগম। একই বিশ্বাসে একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্য ইসলামপুর এলাকার দরিদ্র বিধবা নাজমা বেগম, ফুলমতি বেগম ও ফাতেমা বেগমের নিকট ১০ হাজার করে টাকা নেন আজাহারুল। টাকা নেওয়ার দীর্ঘদিন পার হলেও ঘর বরাদ্দ না পেয়ে টাকা ফেরত চাইলে টাকা নেওয়ার কথা অস্বীকার করেন আজাহারুল। এ বিষয়টি ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রধানকে জানালে চেয়ারম্যান আজাহারুলকে ডাকে। কিন্তু সে (আজাহারুল) কোনো সাড়া না দেয়নি। গত এক সপ্তাহ আগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগীরা।

সুলতানা বেগম বলেন, ‘সরকারি ঘর পাওয়ার আশায় বাবাকে টাকা দিয়ে স্বামীর সংসারে অশান্তি, অনেক সমস্যা। টাকা চাইলে ভয়, হুমকী দেখায়- এজন্য অন্যরাসহ ইউএনওকে লিখিত অভিযোগ দিয়েছি।’

শ্রীরামপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রধান বলেন, ‘মরহুম সাবেক চেয়ারম্যান আবুল হাশেমের মেয়াদের সময়ে অভিযুক্ত আজাহারুল আপন মেয়েসহ দরিদ্র ভুক্তভোগীদের নিকট টাকা নেয়। আমি টাকা উদ্ধারের চেষ্টা করেছি, কিন্তু আজাহারুল ধরা দেয়নি।’

আজারুল হক বলেন, ‘কিসের টাকা পাবে। এসব সব মিথ্যা কথা। মেয়ে-জামাইয়ের সাথে একটু সমস্যা চলছে, এজন্য মিথ্যা কথা ছড়াচ্ছে। তাদেরকে প্রমাণ দেখাতে বলেন।’

পাটগ্রাম ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হবে। তবে, সরকারি ঘর দেওয়ার নামে এ ধরনের টাকা লেনদেনের অভিযোগ প্রায়ই পাওয়া যায়।’

এই বিভাগের আরও খবর