লালমনিরহাট বার্তা
আজ জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস
ইত্তেফাক | ৬ এপ্রি, ২০২৩, ৭:৫৫ AM
আজ জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস

সারা বিশ্বের মতো বাংলাদেশেও আজ পালিত হবে আন্তর্জাতিক ক্রীড়া দিবস। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রস্তাবে ৬ এপ্রিল আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপনের জন্য জাতিসংঘ স্বীকৃতি দেয় ২০১৩ সালে। ২০১৪ সালে বিশ্বজুড়ে অন্যান্য দিবসের মতো এই দিবসটিও উদযাপন হয়ে আসছে। ২০১৭ সাল থেকে বাংলাদেশেও পালিত হয় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস।

ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এই দিবসটি উদযাপন করতে নানা উদ্যোগ নিয়েছে। আজ সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সের সামনে থেকে সচিবালয় ঘুরে জাতীয় ক্রীড়া পরিষদে গিয়ে শেষ হবে। ফেডারেশনের সামনে থেকে র‍্যালি বের হবে। দিবসটি উপলক্ষ্যে এলিট একাডেমির ফুটবলারদের লাল ও সবুজ দলে ভাগ করে বিকালে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছে বাফুফে। বিকাল পৌনে ৪টায় বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর