লালমনিরহাট বার্তা
বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের এক সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়
বার্তা অনলাইন ডেস্কঃ | ১৮ জানু, ২০২২, ১২:২৯ PM
বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের এক সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়
চবিতে অফলাইন-অনলাইন উভয় মাধ্যমেই চলবে শিক্ষা কার্যক্রম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই ক্লাস-পরীক্ষা ও অন্যান্য শিক্ষা-কার্যক্রম চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কোন ক্লাস-পরীক্ষা অনলাইনে আর কোনটি অফলাইনে হবে তা নিয়ে সিদ্ধান্তের বিষয়টি স্ব স্ব বিভাগের উপর ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবেই অনলাইন ও অফলাইনে ক্লাস ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি বিভাগগুলোও কোর্সের প্রকৃতি অনুযায়ী শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে ক্লাস-পরীক্ষা চালিয়ে নেবেন। এক্ষেত্রে সশরীরে ছাড়াও অনলাইনে পরীক্ষা, ভাইভা ও ব্যবহারিক পরীক্ষাও নিতে পারবে বিভাগ কর্তৃপক্ষ।
তিনি আরও বলেন, সরকার থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আবাসিক হল ও শাটল ট্রেন যথারীতি চলবে।(সুত্র: ইত্তেফাক)
এই বিভাগের আরও খবর