লালমনিরহাট বার্তা
লালমনিরহাট জেলায় বাংলা ১৪৩০বঙ্গাব্দের হাট-বাজারের টোল আদায়ের অনুমোদিত রেইট
স্টাফ রিপোর্টার | ২৫ এপ্রি, ২০২৩, ১:১১ PM
লালমনিরহাট জেলায় বাংলা ১৪৩০বঙ্গাব্দের হাট-বাজারের টোল আদায়ের অনুমোদিত রেইট

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সরকারি হাটবাজারসমূহের ইজারা পদ্ধতি এবং এ হতে প্রাপ্ত আয়বন্টন সম্পর্কিত নীতিমালা, ২০১১ এর অনুচ্ছেদ নং ৫ মোতাবেক বিভিন্ন দ্রব্যের উপর আরোপযোগ্য টোলের হার পর্যালোচনা করে লালমনিরহাট জেলাধীন হাটবাজারসমূহের পৌরসভাসহ) ১৪৩০ বঙ্গাব্দের জন্য নিম্নরূপ টোল রেইট অনুমোদন করা হয়।

১।(ক) ধান/গম প্রতি মণ (১মণের হারাহারি সূত্রে) ৮/- টাকা।(খ) ধান/গম প্রতি মহিষের গাড়ি ৪২/- টাকা। (গ) ধান/গম প্রতি গরুর গাড়ী ৩৩/- টাকা।(ঘ) ধান/গম প্রতি টমটম গাড়ী ২৬/- টাকা।(ঙ) ধান/গম প্রতি ভ্যান/ঠেলাগাড়ী২৮/- টাকা। (চ) ধান/গম (প্রতি ট্রাক) ৩০০/-টাকা। (ছ) ভূট্টা মণ প্রতি ১০/- টাকা।(জ) ভূট্টাদোকান প্রতি ৪৩/- টাকা।(ঝ) ভূট্টা ঠেলা/ভ্যান প্রতি ৮০/-টাকা। (ঞ) ভূট্টা ট্রাক প্রতি ৩৫০/- টাকা।

২।(ক) চাউল ও আটা প্রতিমণ (১মণের অংশ হারাহারি সূত্রে) ০৮/- টাকা।(খ) চাউল, আটা খুচরা দোকান ও চাটাই ৯/- টাকা। ৩। পাট প্রতি মণ (১ মনের অংশ হারাহারি সুত্রে) ৯/- টাকা। ৪। তরকারী (পটল, বেগুন, মুলা, শিম, লাউ, কুমড়া, কপি, ইত্যাদি কুষিজাত দ্রব্য ও শাকসবজি) । নিম্নবর্ণিত বাহন বাদে আয়নকৃত-প্রতিমণ-৮/-টাকা। (ক) ঐ প্রতি মহিষের গাড়ী ২৯/- টাকা। (খ) ঐ প্রতি গরুর গাড়ী ২৫/- টাকা।(গ) ঐ প্রতি টমটম গাড়ী ১৫/- টাকা। (ঘ) ঐ প্রতি ভ্যান গাড়ী/ঠেলাগাড়ী ১০/- টাকা। (ঙ) ঐ প্রতি দোকান (বড়) ১৫/- টাকা। (চ) ঐ প্রতি দোকান(ছোট) ৮/- টাকা। (ছ) ঐ প্রতি চালা ১৫/- টাকা। ৫। (ক) রবিশষ্য মসুর, ছোলা, অড়হর, মুগ, মাসকালাই, খেসারী, গম, যব, প্রতিমণ (১মনের অংশ হারাহারি সূত্রে) ১৫/- টাকা। ৬। (ক) আলু, পিয়াজ, রসুন, ধনিয়া, প্রতিমণ (১ মনের হারাহারি সূত্রে) ১৫/- টাকা। ৭। (ক) ঐ প্রতি ডালি ৫/- টাকা। ৮। (ক) শুকনা মরিচ প্রতিমণ (পাইকারী ক্ষেত্রে দেয়) ২৫/-টাকা (খ) কাঁচা মরিচ ঐ ৮ /- টাকা । ৯। হলুদ, ধনিয়া, মেথি, কালিজিরা ও যারতীয় দ্রব্য প্রতিমণ( পাইকারী ক্ষেত্রে ক্রেতার দেয়) ১৭/- টাকা। ১০। তৈল বীজ প্রতিমণ (প্রতিমণের হারাহারি সূত্রে) ৮/- টাকা। ১১। (ক) খৈল মাথামুটে ৭/- টাকা।(খ) খৈল গাড়ী প্রতি ১৫/- টাকা। (গ) খৈল দোকান প্রতি ৮/- টাকা। ১২। মুড়ি, মুড়কি, চানাচুর ইত্যাদি দোকান প্রতি ৫/- টাকা। ১৩। (ক) গুড় মণ প্রতি (১ মণের হারাহারি সূত্রে) ১৫/- টাকা। (খ) গুড় প্রতি ডালি ৮/- টাকা। ১৪। (ক) মাছ মন প্রতি ৩০/- টাকা। (খ) মাছ ডালি প্রতি ১০/- টাকা। (গ) মাছ দোকান প্রতি ১৫/- টাকা। ১৫। মাংসের দোকান প্রতি ৩৫/- টাকা। ১৬। (ক) ডিমের দোকান প্রতি ৫/- টাকা। (খ) ডিম কুড়ি প্রতি (২০টির উর্দ্ধে) ৫/- টাকা। ১৭। গরু, মহিষ, ঘোড়া, প্রতিটি- পাটগ্রাম পৌরসভা ব্যতীত সকল হাট- বাজারের জন্য (শুধুমাত্র ক্রেতার ক্ষেত্রে প্রযোজ্য) ৩৫০/- টাকা। গরু মহীষ ঘোর প্রতিটি শুধু মাত্র পাটগ্রাম পৌরসভা হাট-বাজারের জন্য (শুধু মাত্র ক্রেতার ক্ষেত্রে প্রযোজ্য) ৭০০/-টাকা। ছাগল ও ভেড়া প্রতিটি- পাটগ্রাম পৌরসভা ব্যতিত সকল হাট বাজারের জন্য (শুধুমাত্র ক্রেতার ক্ষেত্রে প্রযোজ্য) ৬০/- টাকা। ছাগল ভেড়া প্রতিটি শুধু মাত্র পাটগ্রামা পৌরসভার হাট-বাজারের জন্য(শুধু মাত্র ক্রেতাদের ক্ষেত্রে প্রযোজ্য) ৩০০/- টাকা। ১৮। হাঁস -মুরগী প্রতিটি ৫/- টাকা। ১৯। মনোহারী দোকান প্রতি ৮/- টাকা। ২০। (ক) পান, বিড়ি, সিগারেট, দোকান প্রতি (খুচরা) ৮/- টাকা। (খ) ঐ (পাইকারী) ৩০/- টাকা। ২১। (ক) তামাকের দোকান প্রতি ৭৫/- টাকা। (খ) ঐ প্রতি ডালি/মণ প্রতি ১৫/- টাকা। (গ) ঐ প্রতি গরুর গাড়ী ১৭৫/- টাকা। (ঘ) ঐ প্রতি মহিষের গাড়ী ২০০/- টাকা। (ঙ) ঐ প্রতি টমটম গাড়ী ১৫০/- টাকা। (চ) ঐ প্রতি ভ্যান/ঠেলাগাড়ী ৮০/- টাকা। ২২। মুদির দোকান প্রতি (চালাঘর) ১৫/- টাকা। ২৩। (ক) কাপড়ের দোকান প্রতি (চালাঘর) ১৭/- টাকা।(খ) কাপড়ের দোকান প্রতি (বাহিরে) ৮/- টাকা। ২৪। (ক) মাটির হাড়ি-পাতিলের প্রতি গাড়ী ৮/- টাকা। (খ)ঐ দোকান প্রতি ৮/- টাকা। ২৫। মিষ্টির দোকান প্রতি ১০/- টাকা। ২৬। বাঁশ প্রতিটি ৫/- টাকা। ২৭। সব ধরণের খড়ের গাড়ী প্রতি ৮/- টাকা। ২৮। খড় ভারে বিক্রি ৫/- টাকা। ২৯। খড়ের দোকান প্রতি ৫/- টাকা। ৩০। দর্জির দোকান প্রতি ৫/- টাকা। ৩১। নাপিতের দোকান প্রতি ৮/- টাকা। ৩২। মুচির দোকান প্রতি ৫/- টাকা। ৩৩। ইক্ষু কেশর, আলু গাড়ী প্রতি ৭/- টাকা। ৩৪। ঐ মাথামুটে ৫/- টাকা। ৩৫। দুগ্ধ, দধি, মাখন দোকান প্রতি ৭/- টাকা। ৩৬। কামার, কুমার মিস্ত্রি, ডেক, ফেরিওয়ালা, সানদার, হার, মেরামত ৫/- টাকা। ৩৭। কাঁসার বাসন দোকান প্রতি ১৫/- টাকা। ৩৮। বরফের দোকান প্রতি ৫/- টাকা। ৩৯। ঔষধের দোকান প্রতি ১০/- টাকা। ৪০। হাটের ঢোল দেয়া সরকারী ব্যতিরেকে ২৫/- টাকা। ৪১। সর্ব প্রকার তেল দোকান প্রতি ৫/- টাকা। ৪২। নানা রকম স্টল প্রতিটি ৮/- টাকা। ৪৩। ডাব নারিকেল শতকরা ১৫/- টাকা। ৪৪। ডাব খুচরা দোকান ৮/- টাকা। ৪৫। চুনের দোকান প্রতি ৮/- টাকা। ৪৬।(ক) কাঠের চাকা, দরজা, জানালা ইত্যাদি প্রতি জোড়া ১০/- (খ) খাট,চৌকি, ড্রেসিং টেবিল ইত্যাদি ৪০/- টাকা। ৪৭। ছাতার দোকান প্রতি ৫/- টাকা। ৪৮। মাদুর পাটির দোকান প্রতি ৬/- টাকা। ৪৯। জাল সুতি প্রতিটি ৫/- টাকা। ৫০। বাঁশ ও দোকান প্রতি ৫/- টাকা। ৫১। ঘোল, সরবত দোকান প্রতি ৫/- টাকা। ৫২। হালের গাদা প্রতিটি ৫/- টাকা। ৫৩ চামড়া গরু, মহিষ প্রতিটি ১০/- টাকা। ৫৪। চামড়া ছাগল, ভেড়া প্রতিটি ৫/- টাকা। ৫৫। জুতার দোকান প্রতিটি ৮/- টাকা। ৫৬। সোনা ও চাদির দোকান প্রতি ১৫/- টাকা। ৫৭। অ্যালুমিনিয়ামের দোকান প্রতি ৮/- টাকা। ৫৮। কেরোসিনের দোকান প্রতি ৫/- টাকা। ৫৯। লোহার দোকান প্রতি ৮/- টাকা। ৬০। হোটেল ও রেঁস্তোরা দোকান প্রতি ১৫/- টাকা। ৬১। হুকার দোকান প্রতি ৫/- টাকা। ৬২। বিস্কুটের দোকান প্রতি ৫/- টাকা। ৬৩। পুস্তকের দোকান প্রতি ৫/- টাকা। ৬৪। কাচেঁর জিনিস পত্রের দোকান প্রতি ৮/- টাকা। ৬৫। কচ্ছপ প্রতিটি ৫/- টাকা। ৬৬। আসবাবপত্রের দোকান প্রতি ৮/- টাকা। ৬৭। সুপারির খুচরা দোকান প্রতি ১০/- টাকা। ৬৮। সুপারির দোকান (পাইকারী) ২৫/- টাকা। ৬৯। নালিগুড় প্রতি টিন ১৫/- টাকা।৭০। সরিষা, কেরোসিন টিন প্রতি ৮/- টাকা। ৭১। লবণ/সোডা প্রতি বস্তা ৫/- টাকা। ৭২। ঐ প্রতি দোকান ৭/- টাকা।৭৩। কলা, লিচু, আম, কাঁঠাল, তরমুজ ইত্যাদি ফলের দোকান প্রতি ১০/- টাকা। ৭৪। ঐ ভার প্রতি ৫/- টাকা। ৭৫। ঐ মহিষের গাড়ী প্রতি ২৫/- টাকা। ৭৬। ঐ গরুর গাড়ী প্রতি ২০/- টাকা । ৭৭। ঐ ঠেলাগাড়ী/ভ্যান প্রতি ১২/- টাকা। ৭৮। ঐ কুড়ি প্রতি ৫/- টাকা। ৭৯। টমেটো ঝুড়ি প্রতি ৫/- টাকা। ৮০। ঝালাইকারীর দোকান প্রতি ৫/- টাকা। ৮১। তালা-চাবির দোকান প্রতি ৫/- টাকা। ৮২। মাইক প্রচারের ক্ষেত্রে ১৫/- টাকা। ৮৩। ঘরের কাঠ গাড়ী প্রতি ১৫/- টাকা। ৮৪। নালিগুড়ের বড় হাড়ি ৭/- টাকা। ৮৫। ঐ ছোট হাড়ি ৫/- টাকা। ৮৬। আসবাবপত্র অথবা কাচা পাকা বাড়ী নির্মাণের সামগ্রী প্রতি গাড়ী ২০/- টাকা। ৮৭। ঐ নৌকা প্রতি ৩০/- টাকা। ৮৮। সারের দোকান প্রতি খুচরা বিক্রি ১০/- টাকা। ৮৯। ঐ পাইকারী ২০/- টাকা। ৯০। কসমেটিকের দোকান প্রতি ১৫/- টাকা। ৯১। বিভিন্ন প্রকার বৃক্ষের চারা দোকান প্রতি ১০/- টাকা। ৯২। পুরাতন বাই-সাইকেল প্রতিটি ১০০/- টাকা।৯৩। পুরাতন রিক্সা/ভ্যান প্রতিটি ১৫০/- টাকা।

তামাকের হাট
তামাকের হাট

শর্তাবলী: ০১।গবাদি পশুর ক্ষেত্রে ক্রেতার নিকট থেকে এবং অন্যান্য ক্ষেত্রে বিক্রেতার নিকট থেকে টোল আদায় করা যাবে। দু’পক্ষের কাছ হতে টোল আদায়/ জোরপূর্বক অর্থ আদায়ের জন্য সরকারি দন্ড বিধি মোতাবেক ইজারাদার/আদায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে অথবা নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে অথবা প্রয়োজনীয় আইনাগুগ পদক্ষেপ নেয় যাবে।

০২। অনুমোদিত টোলরেইট টিন অথবা কাঠের প্লেটে স্পষ্ট অক্ষরে লিখে হাট-বাজারের প্রকাশ্য জায়গায় প্রদর্শন করতে হবে। টোল রেইট চার্ট প্রদর্শন করা না হলে ইচ্ছাকৃতভাবে জনসাধারণকে ধোকা দেয়া বা ঠকানোর দায় ইজারাদারের উপর বর্তবে এবং সরকারি আদেশ অমান্যের জন্য ফৌজদারী দন্ড বিধি মোতাবেক পদক্ষেপ গ্রহণ করা যাবে। টোল রেইট এবং এ শর্তাবলী হাট- বাজারের উপযুক্ত স্থানে প্রদর্শন করা ব্যতিরেকে কোন টোল আদায় করা যাবে না।

০৩। লালমনিহাট জেলার সকল হাট-বাজারের ক্ষেত্রে এ টোল রেইট প্রযোজ্য হবে। এ টোল রেইটের বহির্ভূত কোন পণ্য যদি কোন হাট-বাজারে ক্রয়-বিক্রয় হয় সেক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে টোল রেইটের খসড়া প্রস্তাবনা এ অফিসে প্রেরণ এবং তা অনুমোদন গ্রহণপূর্বক টোল আদায় করতে হবে। দুঃস্থ, গরীব, অতি ক্ষুদ্র বিক্রেতা যাদের কোনমতে জীবিকা অর্জন হয় এমন বিক্রতা/ভ্রাম্যমাণ দোকান হতে মানবিক বিবেচনায় টোল আদায় মওকুফ করতে হবে।

০৪। টোল আদায়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট বছরের জন্য টোল আদায়ের রশিদ ছাপিয়ে নিবেন। টোল দাতার নিকট হতে কত টাকা টোল নেয়া হল তার তারিখ ও টাকার পরিমাণ উল্লেখ করে স্বাক্ষরসহ রশিদ দিতে হবে এবং রশিদের হুবহু একটি কপি বহিতে সংরক্ষণ করতে হবে। টোল আদায়ে অনিয়ম, জনসাধারণের উপর আর্থিক চাপ, অতিরিক্ত টোল আদায় সম্পর্কিত কোন অন্যায় ও অনিয়ম হলে তার দায় ইজারাদারের উপর বর্তাবে। ইজারা প্রদানকারী কর্তৃপক্ষ স্থানীয় সরকার বিভাগ হতে জারীকৃত সরকারি হাট বাজারসমূহের ইজারা পদ্ধতি, ব্যবস্থাপনা এবং এ হতে প্রাপ্ত আয় ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশনের মধ্যে বন্টন সংক্রান্ত নীতিমালা, ২০১১ মোতাবেক জনস্বার্থে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

৫। যে সকল হাটে গবাদি পশু বিক্রয় হয় সেক্ষেত্রে টোল আদায়ের সময় গবাদি পশুর (গরু,মহিষ,ছাগল,ভেরা,ঘোড়া,প্রভৃতি) চেহারার বর্ণনা আবশ্যক যেমন-গরু, মহিষের ক্ষেত্রে বলদ, বকন, ষাঁড়, গাভী, এড়েঁ, প্রভৃত এবং ছাগল/ভেড়া ইত্যাদির ক্ষেত্রে খাসী, পাঁঠা, ছাগি, বকরী ইত্যাদি উল্লেখসহ দাঁত, রং, বিশেষ,চিহ্ন, শিং আকৃতি প্রভৃতির প্রকৃত বর্ণনা থাকতে হবে।

এই টোল রেইট ১৪৩০ বঙ্গাব্দের জেলার প্রতিটি হাট-বাজারের জন্য অনুমোদিত । জেলা প্রশাসক লালমনিরহাট মোহাম্মাদ উল্যাহ কর্তৃক স্বাক্ষরিত। স্মারক নং ০৫.৪৭.৫২০০.০২৬.০২.০৩৩.২৩-২৯/৫০ তারিখ ২০/০২/২০২৩।

এই বিভাগের আরও খবর