লালমনিরহাট বার্তা
‘আমরা যখনই যা করছি, ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে’
বার্তা অনলাইন ডেস্ক | ১৭ জুল, ২০২৩, ৪:৪৩ AM
‘আমরা যখনই যা করছি, ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে’

ঢাকায় সফরকারী ভারত দলের বিপক্ষে এর আগে ওয়ানডে ফরম্যাটের কোনো ম্যাচে জয় পায়নি বাংলাদেশ নারী দল। এর আগে এই ফরম্যাচে পাঁচবার মুখোমুখি হলেও কোনো জয় দেখেননি লাল-সবুজের প্রতিনিধিরা। তবে এবার ছিল সেসব ভুলে নতুন করে শুরু করার সুযোগ, এমনটি গত শনিবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এসে বলেছিলেন টাইগ্রেস অধিনায়ক। তাদের অভিজ্ঞ দল নিয়ে এক বুক আশার বাণী শুনিয়ে গিয়েছিলেন সেদিন তিনি। আর তার কথাই যেন গতকাল প্রতিফলিত হলো।

রোববার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে ৪০ রানে হারিয়ে নতুন এক কীর্তি গড়েছে বাংলাদেশ। প্রথম বারের মতো ওয়ানডে ফরম্যাটে ভারতকে হারানোর মতো সুখের স্মৃতি অর্জন করেছে টাইগ্রেসরা।

পরে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নিজেদের ইতিহাস গড়ার অনুভূতি জানান টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বলেন, ‘আমরা যখনই যা করছি, সব ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে...এটাও বলব। লম্বা সময় পরে ভারতের বিপক্ষে জেতা। বলব যে অনেক লম্বা সময় এর সঙ্গে যুক্ত হচ্ছে মিরপুরের মাঠে জয়। আমি বলব এসব কিছুই অবশ্যই ইতিহাসের অংশ। এবং ইতিহাসের লেখাগুলো যেন আরেকটু বাড়াতে পারি সেটা আমাদের চেষ্টা থাকবে।’

এদিকে বাংলাদেশ ওয়ানডে সিরিজের আগে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারতের বিপক্ষে। সেখানেও ছিল কীর্তি গড়ার সুযোগ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের খুব কাছে গিয়ে হারতে হয়েছিল যদি ঐ ম্যাচে জয়টা নিশ্চিত করতে পারত তাহলেই হয়ে যেত সফরকারীদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ে। কারণ তৃতীয় ম্যাচে ভারতে গুঁড়িয়েই জয় পেয়েছে টাইগ্রেসরা। ভারতের বিপক্ষে সেটি ছিল এই ফরম্যাটে তৃতীয় জয়। আগের দুটিই এসেছিল ২০১৮ সালের এশিয়া কাপে।

তবে দুই ফরম্যাট মিলিয়ে সফরকারীদের বিপক্ষে টানা দুই জয়ে এখন ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে লাল-সবুজ জার্সিধারীরা। আর এর জন্য ইতিহাস গড়েও নিজেদের লক্ষ্য ঠিক রাখতে উদযাপনে মাতছে না জ্যোতি বাহিনী। এ প্রসঙ্গে অধিনায়ক বলেন, ‘অবশ্যই মেয়েরা অনেক বেশি রোমাঞ্চিত ছিল কিন্তু আমি বলেছি যে না আসলে শেষ হয়নি এখনো। কারণ যখন আপনি ভালো করবেন আপনার প্রতি দায়িত্বটা আরো বেশি থাকবে। যেমন আপনাদেরও একটা প্রত্যাশা তৈরি হয়েছে যেন আমরা সিরিজ নেই, আমাদেরও একই। কারণ আমরা জানি আমরা ভালো ক্রিকেট খেললে একটা স্টেপ আগে যাবো যা আমাদের ক্রিকেটের জন্য অনেক বড় অর্জন হবে। সো ফার আমি বলব ওদের থামিয়ে রেখেছি যে উল্লাসের এখনো অনেক কিছু বাকি আছে। হয়তো সিরিজ নিতে পারলে দেখা যাচ্ছে ওভাবে আমরা সেলিব্রেট করব।’

ভারতের বিপক্ষে মাঠে নেমে প্রথম দুই ম্যাচ হারের পর টানা জয় তুলে নিয়েছে নারীদের। ঘরের মাঠে নিজেদের এমন ঘুরে দাঁড়ানোর বিষয়টি ব্যাখ্যা করে জ্যোতি বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি দলের ভেতর ইতিবাচক পরিবেশ তৈরি করতে। নির্দিষ্ট দিনে প্লেয়ারের বাজে সময় যেতে পারে, তার মানে এই না যে তার সামর্থ্য নেই। আমি চেষ্টা করি সবসময় সবাইকে ব্যাক করার জন্য। আমি ড্রেসিংরুমে একটা কথাই বলেছি যে আমরা আমাদের প্রাইড ও সম্মানের জন্য ক্রিকেট খেলব। সবাইকে এটাই মনে করিয়ে দিয়েছি আমরা কতটুকু ক্যাপেবল। যা করতে পারি সেটা যদি করে দেখাতে পারি ঘুরে দেখাতে পারব। সিরিজ হারার পর আমার একটা কথাই ছিল ওডিআইতে ভালো ক্রিকেট খেলতে হলে আগামী ম্যাচে জয় দরকার। মেয়েরা অনেক ইতিবাচক ছিল, কোচিং স্টাফ থেকেও পজেটিভ ওয়েতে চিয়ার আপ করা হয়েছে। সবার ভেতর বিশ্বাস ছিল।’

এই বিভাগের আরও খবর