লালমনিরহাট বার্তা
ইতালির কোচের দায়িত্ব ছাড়লেন মানচিনি
ইত্তেফাক | ১৪ আগ, ২০২৩, ২:৩০ PM
ইতালির কোচের দায়িত্ব ছাড়লেন মানচিনি

পাঁচ বছরের বেশি সময় ধরে ইতালি ফুটবল দলের হেড কোচের দায়িত্ব পালন করছিলেন রবার্তো মানচিনি। এই দলের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত তার থাকার কথা ছিল। তার অধীনে বেশ ভালো খেলছিল দলটি। তবে হঠাত্ করে কোচিং দায়িত্ব থেকে পদত্যাগ করে বসলেন তিনি। মানচিনির পদত্যাগের বিষয়ে নিশ্চিত করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

এ প্রসঙ্গে এক বিবৃতিতে তারা জানায়, ‘মানচিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তা গ্রহণ করা হয়েছে। সামনে ২০২৪ ইউরো বাছাই পর্বের খেলা রয়েছে। ইউক্রেন এবং নর্থ মেসোডেনিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে দ্রুতই নতুন কোচের নাম ঘোষণা করা হবে।’

৫৮ বছর বয়সী মানচিনি ২০১৮ সালে ইতালির দায়িত্ব নিয়েছিলেন। ঐ বছর রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল দলটি। যা কি না ১৯৫৮ সালের পর ছিল দেশটির জন্য প্রথম। তবে এরপরই ঘুরে দাঁড়াতে শুরু করে তারা। ২০২১ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ট্রফি জেতে ইতালি। তবে বিশ্বকাপে আবারও হতাশ হতে হয় তাদের। কাতার বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বিদায় নেয় তারা। সব মিলিয়ে মানচিনির অধীনে ৬১ ম্যাচ খেলেছে ইতালি। এর মধ্যে জিতেছে ৩৯টি, ড্র করেছে ১৩টি, হেরেছে ৯টি। এ সময়ে ১৩০ গোল করার বিপরীতে তার দল হজম করেছে ৪৯টি গোল।

এই বিভাগের আরও খবর