লালমনিরহাট বার্তা
ঢাবি: করোনা পরিস্থিতি উন্নয়ন সাপেক্ষে সীমিত পরিসরে অক্টোবরে আবাসিক হলসমূহ খোলার পরিকল্পনা
অনলাইন বার্তা ডেস্ক | ২৭ আগ, ২০২১, ৩:৩৪ PM
ঢাবি: করোনা পরিস্থিতি উন্নয়ন সাপেক্ষে সীমিত পরিসরে অক্টোবরে আবাসিক হলসমূহ খোলার পরিকল্পনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের আওতায় আনার অগ্রগতি এবং দেশের সার্বিক করোনা পরিস্থিতির আশাব্যঞ্জক উন্নয়ন হলে অগ্রাধিকার ভিত্তিতে সংশ্লিষ্ট আবাসিক শিক্ষার্থীদের জন্য আগামী অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ সীমিত পরিসরে খোলার পরিকল্পনা রয়েছে।২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://www.du.ac.bd/) জনসংযোগ দফতর পরিচালক মাহমুদ আলম এ তথ্য জানান।

তথ্যানুযায়ী, এখনও যারা টিকা কার্যক্রমের আওতায় আসেনি, তাদেরকে আগামী ১৫ই সেপ্টেম্বরের মধ্যে টিকা কার্যক্রমের আওতায় এসে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের মাধ্যমে কর্তৃপক্ষকে অবহিত করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

২৪ আগস্ট অনুষ্ঠিত প্রভোস্ট কমিটির সভার সুপারিশের আলোকে ২৫ আগস্ট নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ডিনস কমিটির এক বিশেষ সভায় এসব পরিকল্পনা গ্রহণ করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

প্রথম পর্যায়ে ৪র্থ বর্ষ (সম্মান) ও মাস্টার্সের শিক্ষার্থীদের এবং দ্বিতীয় পর্যায়ে ১ম, ২য় ও ৩য় বর্ষ (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের জন্য নিজ নিজ আবাসিক হল খুলে দেয়ার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, সকল শিক্ষার্থী টিকা কার্যক্রমের আওতায় না আসলে আবাসিক হল খোলা এবং সশরীরে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা ব্যাহত হবে। তবে অনলাইনে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।
এই বিভাগের আরও খবর