লালমনিরহাট বার্তা
পাটগ্রামে ভোট কেন্দ্র পূর্ণবহালের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার | ৭ ডিসে, ২০২১, ১০:২৯ AM
পাটগ্রামে ভোট কেন্দ্র পূর্ণবহালের দাবিতে মানববন্ধন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্বের ভোট কেন্দ্র পূর্ণবহালের দাবিতে মানববন্ধন করেছে ওই ওয়ার্ডের ভোটাররা। মানববন্ধন শেষে জেলা নির্বাচন কর্মকর্তাকে একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপির অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার, বিভাগীয় নির্বাচন কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কমকর্তা বরাবরেও দেওয়া হয়।
মঙলবার (০৭ ডিসেম্বর) দুপুরে পাটগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে দুপুর ১ টা থেকে ১৫ মিনিট স্থায়ী মানবন্ধনে এলাকার শতাধিক ভোটার অংশ গ্রহণ করে। ওই ইউনিয়নের হেদায়েত পাড়া গ্রামের মহিবার রহমান ও তহিদুল ইসলাস পেতির নের্তৃত্বে এ মাননবন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনের আগে ওয়ার্ডের ভোটারদের স্বাক্ষরিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু সাঈমের মাধ্যমে জেলা নির্বাচন কর্মকর্তাকে প্রদান করা হয়। ভোটারদের মতে পূর্বের ভোট কেন্দ্রটির নিকটবর্তী উফারামারা, দর্জিটারী, ঠাকুরপাড়া, লাইনেরপাড় ও নাটারবাড়ী এলাকার প্রায় পনের শ ভোটারের নিকটবর্তী হেদায়েত পাড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে বয়োবৃদ্ধ নারী-পুরুষ, প্রতিব›দ্বী ও কর্মজীবি ভোটারদের সহজে ভোট প্রদান ও ভালো চলাচলের সড়ক রয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা পুরাতন কেন্দ্রটি থেকে প্রায় ৪ কি. মি. দূরে হাজির বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রটি স্থানান্তর করে। এতে সাধারণ ভোটাররা হয়রানিতে পড়বে। অনেকে দূরে গিয়ে ভোট দিতে আগ্রহ হারাবে বলে দাবি স্থানীয় ভোটারদের। এরআগে গত ১৪ নভেম্বর এলাকাবাসি স্বাক্ষরিত একটি অভিযোগ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে প্রদান করা হলেও কোনো কাজ না হওয়ায় এ মাননবন্ধন করা হয় বলে জানান, ভোটার ফরিদুল ইসলাম।
৭ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রধান বলেন, ‘পূর্বের ভোট কেন্দ্রের নিকটবর্তী ভোটার প্রায় দেড় হাজার আর যেখানে ভোট কেন্দ্রটি করা হয়েছে সেটির আশেপাশে ভোটার এক শ’র কম। কেন্দ্রটি আগের স্থানে হওয়া উচিত- এ কারণে ওয়ার্ডের ভোটাররা বেশকিছুদিন থেকে দাবি জানাচ্ছে।’
৭ নং ওয়ার্ডের ভোটার মহিবুর রহমান (৭০) জানান, ‘বৃদ্ধ শরীর নিয়ে হাটাচলা করা সমস্যা। ভোট কেন্দ্রটি দূরে হওয়ায় আমাদের যাতায়াতে কষ্ট হবে। আগের স্থানে হলে ভালো হয়।’
পাটগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু সাঈম বলেন, ‘জেলা নির্বাচন কর্মকর্তা সরেজমিনে দুইটির মধ্যে তুলনা করে পূর্বের কেন্দ্রটি পরিবর্তন করে নতুন কেন্দ্রটি অনুমোদন দিয়েছেন। আমার করণীয় কিছু নাই।’
লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান বলেন, ‘মানববন্ধন করা কোনো সমস্যা নয়, এটা স্বাভাবিক প্রক্রিয়া। রিপোর্ট করেন অসুবিধা নাই। আমার কোনো মন্তব্য নেই।’
এই বিভাগের আরও খবর